রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় আরও দুজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতে পালিয়ে থাকা কিছু দাগি আসামির নির্দেশনায় দেশে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে পুলিশ জানতে পেরেছে।
আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কসবা মাঝাইল ইউনিয়নের কুটিমালিয়াট গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে মো. কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) এবং একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন (২২)। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ এবং ছয়টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘গত শুক্রবার পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার শিহাব নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ও পুলিশের তদন্তে বেড়িয়ে আসে পাংশা থানার কিছু দাগি আসামি পালিয়ে ভারতে অবস্থান করছেন। তাদের নির্দেশনা অনুযায়ী টাকার বিনিময়ে একটি চক্র হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের তদন্তে যাদের নাম উঠে এসেছে, তাদের অনুসরণ করে গতকাল (রোববার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। এই গ্রুপের বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় আরও দুজন ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতে পালিয়ে থাকা কিছু দাগি আসামির নির্দেশনায় দেশে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে পুলিশ জানতে পেরেছে।
আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কসবা মাঝাইল ইউনিয়নের কুটিমালিয়াট গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে মো. কফিল উদ্দিন ওরফে কইফে (২৭) এবং একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শাওন (২২)। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড কার্তুজ এবং ছয়টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘গত শুক্রবার পাংশায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার শিহাব নামে এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ও পুলিশের তদন্তে বেড়িয়ে আসে পাংশা থানার কিছু দাগি আসামি পালিয়ে ভারতে অবস্থান করছেন। তাদের নির্দেশনা অনুযায়ী টাকার বিনিময়ে একটি চক্র হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের তদন্তে যাদের নাম উঠে এসেছে, তাদের অনুসরণ করে গতকাল (রোববার) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। এই গ্রুপের বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৪০ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৯ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৯ ঘণ্টা আগে