রাজবাড়ী প্রতিনিধি

‘আমার জীবন আমার অধিকার, বাল্যবিয়ে রুখব এবার’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বাল্যবিয়ে ও আত্মহত্যা বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে র্যালিটি বের করা হয়।
র্যালিটি পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক নারী সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।
রোকসানা নামের এক নারী শিক্ষার্থী বলেন, ‘আজকের এই সাইকেল র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে পরিবারের বড়দের ও মেয়েদের সচেতন করা। যেন পরিবারের প্রত্যেক মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে দেওয়া না হয়। ১৮ বছরের আগে তাদের বিয়ে দিলে, মেয়েরা যেন রুখে দাঁড়ায়।’
স্মৃতি নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘অনেক মেয়েকে ১৮ বছরের আগেই বিয়ে দিয়ে দেয়। অনেক অভিভাবক সচেতন না। অনেকের আবার অল্প বয়েসে বিয়ে হওয়ায় তারা সংসারের ঝামেলায় আত্মহত্যা করে। যে কারণে আজকের এই সাইকেল র্যালির মাধ্যমে সবাই সচেতন করার চেষ্টা।’
শিক্ষার্থী মাইমুনা সাকিবা বলেন, ‘আমাদের অনেক মা-বাবা এখনো সচেতন না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তারা তাদের মেয়েদের ১৮ বছরের আগেই বিয়ে দিয়ে দেয়। এই সাইকেল র্যালির মাধ্যমে এতটুকু বোঝানো যে আমরা বাল্যবিয়ের বিরুদ্ধে।’
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, ‘সাইকেল লাভার রাজবাড়ী ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রান্তিক জনকল্যাণ সংস্থা সমাজে মাদক বিরোধী কর্মকাণ্ড ও বাল্যবিবাহ প্রতিরোধে, আত্মহত্যা রোধে কাজ করে থাকে। যেহেতু মাদক ও আত্মহত্যার সঙ্গে পুলিশের সংযোগ রয়েছে, তাই আমরা জেলা পুলিশ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা আগের থেকে অনেকটা বেড়েছে। তাই আমরা যদি সমাজের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে আত্মহত্যার প্রবণতা কমানো সম্ভব। এ ছাড়াও সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। আমরা এ ধরনের ভালো উদ্যোগের সঙ্গে জেলা পুলিশ সব সময় পাশে থাকব।’

‘আমার জীবন আমার অধিকার, বাল্যবিয়ে রুখব এবার’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বাল্যবিয়ে ও আত্মহত্যা বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে র্যালিটি বের করা হয়।
র্যালিটি পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক নারী সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।
রোকসানা নামের এক নারী শিক্ষার্থী বলেন, ‘আজকের এই সাইকেল র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে পরিবারের বড়দের ও মেয়েদের সচেতন করা। যেন পরিবারের প্রত্যেক মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে দেওয়া না হয়। ১৮ বছরের আগে তাদের বিয়ে দিলে, মেয়েরা যেন রুখে দাঁড়ায়।’
স্মৃতি নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘অনেক মেয়েকে ১৮ বছরের আগেই বিয়ে দিয়ে দেয়। অনেক অভিভাবক সচেতন না। অনেকের আবার অল্প বয়েসে বিয়ে হওয়ায় তারা সংসারের ঝামেলায় আত্মহত্যা করে। যে কারণে আজকের এই সাইকেল র্যালির মাধ্যমে সবাই সচেতন করার চেষ্টা।’
শিক্ষার্থী মাইমুনা সাকিবা বলেন, ‘আমাদের অনেক মা-বাবা এখনো সচেতন না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তারা তাদের মেয়েদের ১৮ বছরের আগেই বিয়ে দিয়ে দেয়। এই সাইকেল র্যালির মাধ্যমে এতটুকু বোঝানো যে আমরা বাল্যবিয়ের বিরুদ্ধে।’
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, ‘সাইকেল লাভার রাজবাড়ী ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রান্তিক জনকল্যাণ সংস্থা সমাজে মাদক বিরোধী কর্মকাণ্ড ও বাল্যবিবাহ প্রতিরোধে, আত্মহত্যা রোধে কাজ করে থাকে। যেহেতু মাদক ও আত্মহত্যার সঙ্গে পুলিশের সংযোগ রয়েছে, তাই আমরা জেলা পুলিশ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা আগের থেকে অনেকটা বেড়েছে। তাই আমরা যদি সমাজের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে আত্মহত্যার প্রবণতা কমানো সম্ভব। এ ছাড়াও সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। আমরা এ ধরনের ভালো উদ্যোগের সঙ্গে জেলা পুলিশ সব সময় পাশে থাকব।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে