পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও তাদের সমর্থিত এক ব্যবসায়ীর দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে উপজেলার শিকদারমিল্লক ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম।
এ ঘটনায় ওই এলাকার আওয়ামী লীগের সদস্য যদু নাথ দাস নামের এক ভুক্তভোগী জানান, প্রতিদিন রাতে মোটরসাইকেল মহড়া দিয়ে হিন্দু নারীদের নানা রকম ভয় ভীতি দেখানো হচ্ছে। নৌকায় ভোট দিলে সমস্যা হবে বলে তারা হুমকি দিচ্ছেন।
যদু নাথ দাস অভিযোগ করে বলেন, একটি মহল স্থানীয় ও ইউনিয়নের বাইরের কিছু সন্ত্রাসী এনে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের নানাভাবে নৌকায় ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানালেও প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ দিকে দোকানের মালিক সবুজ মন্ডল বলেন, নৌকা মার্কার সমর্থক হওয়ার কারণেই তাঁর দোকানের পাশে থাকা নৌকা মার্কার নির্বাচনী অফিস ও তাঁর দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে আগুন দেওয়ার কারণে কেউ আগুন নেভাতে পারে নাই। দোকানসহ দোকানের সকল মালামাল আগুনে পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিকদারমিল্লক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কমল কৃষ্ণ দাস জানান, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ভয় দেওয়ার জন্যই এ আগুন গুলো দেওয়া হয়েছে। যাতে করে তারা নৌকা মার্কায় ভোট দিতে ভয় পায়। তাই ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করেন তিনি।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম অভিযোগ করে জানান, স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে বিরোধী দলের মতো আচরণ করছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনরে ওপর হুমকির কথা প্রশাসনকে জানালেও প্রশাসন তেমন ব্যবস্থা নিচ্ছে না।
পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান জানান, দোকান ও নৌকা মার্কার প্রচারণা অফিসে আগুনের ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু গভীর রাতে ঘটনা ঘটেছে তাই কারা এ করেছে তা শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।

পিরোজপুর সদর উপজেলার আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও তাদের সমর্থিত এক ব্যবসায়ীর দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে উপজেলার শিকদারমিল্লক ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম।
এ ঘটনায় ওই এলাকার আওয়ামী লীগের সদস্য যদু নাথ দাস নামের এক ভুক্তভোগী জানান, প্রতিদিন রাতে মোটরসাইকেল মহড়া দিয়ে হিন্দু নারীদের নানা রকম ভয় ভীতি দেখানো হচ্ছে। নৌকায় ভোট দিলে সমস্যা হবে বলে তারা হুমকি দিচ্ছেন।
যদু নাথ দাস অভিযোগ করে বলেন, একটি মহল স্থানীয় ও ইউনিয়নের বাইরের কিছু সন্ত্রাসী এনে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের নানাভাবে নৌকায় ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানালেও প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ দিকে দোকানের মালিক সবুজ মন্ডল বলেন, নৌকা মার্কার সমর্থক হওয়ার কারণেই তাঁর দোকানের পাশে থাকা নৌকা মার্কার নির্বাচনী অফিস ও তাঁর দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে আগুন দেওয়ার কারণে কেউ আগুন নেভাতে পারে নাই। দোকানসহ দোকানের সকল মালামাল আগুনে পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিকদারমিল্লক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কমল কৃষ্ণ দাস জানান, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ভয় দেওয়ার জন্যই এ আগুন গুলো দেওয়া হয়েছে। যাতে করে তারা নৌকা মার্কায় ভোট দিতে ভয় পায়। তাই ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করেন তিনি।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম অভিযোগ করে জানান, স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে বিরোধী দলের মতো আচরণ করছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনরে ওপর হুমকির কথা প্রশাসনকে জানালেও প্রশাসন তেমন ব্যবস্থা নিচ্ছে না।
পিরোজপুর সদর থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান জানান, দোকান ও নৌকা মার্কার প্রচারণা অফিসে আগুনের ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু গভীর রাতে ঘটনা ঘটেছে তাই কারা এ করেছে তা শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৯ মিনিট আগে