পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন মুক্তা হত্যা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ রায় দেন। খালাস পাওয়া আসামিরা হলেন পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার মো. সালাউদ্দিন ওরফে সালো, লক্ষাকাঠী এলাকার মো. রসূল, ঝাটকাঠী এলাকার মো. রাজ্জাক শেখ এবং বাজুকাঠী এলাকার সিপন। রায় ঘোষণার সময় মুক্তার পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তবে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. নুরুল ইসলাম সরদার শাহজাহান।
মেজবাহ উদ্দিন মুক্তা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার বাসিন্দা।
এ নিয়ে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. জহুরুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৪ জানুয়ারি সরকারি সোহরাওয়ার্দী কলেজের তৎকালীন ভিপি মেজবাহ উদ্দিন মুক্তাকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় মেজবাহ উদ্দিন মুক্তার বাবা মীর আবদুর রব বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। পরে ২০০৭ সালের ২৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মেজবাহ উদ্দিন মুক্তা মারা যান।
এপিপি মো. জহুরুল ইসলাম আরও জানান, মামলার অভিযোগ তদন্ত করে পিরোজপুর সদর থানার এসআই আবুল বাসার ২০০৭ সালের ৩১ আগস্ট ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। পরে বিচারক ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্তদের খালাস দেন।

পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন মুক্তা হত্যা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম নূরুল ইসলাম এ রায় দেন। খালাস পাওয়া আসামিরা হলেন পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার মো. সালাউদ্দিন ওরফে সালো, লক্ষাকাঠী এলাকার মো. রসূল, ঝাটকাঠী এলাকার মো. রাজ্জাক শেখ এবং বাজুকাঠী এলাকার সিপন। রায় ঘোষণার সময় মুক্তার পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তবে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. নুরুল ইসলাম সরদার শাহজাহান।
মেজবাহ উদ্দিন মুক্তা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার বাসিন্দা।
এ নিয়ে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. জহুরুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৪ জানুয়ারি সরকারি সোহরাওয়ার্দী কলেজের তৎকালীন ভিপি মেজবাহ উদ্দিন মুক্তাকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় মেজবাহ উদ্দিন মুক্তার বাবা মীর আবদুর রব বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। পরে ২০০৭ সালের ২৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মেজবাহ উদ্দিন মুক্তা মারা যান।
এপিপি মো. জহুরুল ইসলাম আরও জানান, মামলার অভিযোগ তদন্ত করে পিরোজপুর সদর থানার এসআই আবুল বাসার ২০০৭ সালের ৩১ আগস্ট ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। পরে বিচারক ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্তদের খালাস দেন।

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
৪১ মিনিট আগে