পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় নিহত হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ শুক্রবার সকালে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্লাহ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহসভাপতি জসিম উদ্দিন হাওলাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযুক্ত বখাটে শাকিব গাজীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। পরে মুরাদিয়া ইউনিয়নের জয়গুননেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাহাঙ্গীর ফকিরের জানাজা হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউসের দ্বিতীয় তলায় গিয়ে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন স্থানীয় বখাটে শাকিব গাজী। কিন্তু ম্যানেজার জাহাঙ্গীর চাঁদা দিতে অস্বীকার করেন। তখন তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বখাটে শাকিব।
ম্যানেজার জাহাঙ্গীরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে শাকিব পালিয়ে যান। তখন অগ্নিদগ্ধ অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাতে জাহাঙ্গীর মারা যান।
এ ঘটনায় জাহাঙ্গীর ফকিরের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন শাকিব গাজী ও শাহীন গাজী এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি শাকিব গাজী ফটিকের খেয়াঘাট এলাকার বাসিন্দা শাহীন গাজীর ছেলে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে এর আগে ঘটনা জানার পর থেকেই পুলিশের একটি দল আসামিদের ধরার জন্য কাজ করছে।’

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় নিহত হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ শুক্রবার সকালে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্লাহ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহসভাপতি জসিম উদ্দিন হাওলাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযুক্ত বখাটে শাকিব গাজীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। পরে মুরাদিয়া ইউনিয়নের জয়গুননেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাহাঙ্গীর ফকিরের জানাজা হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউসের দ্বিতীয় তলায় গিয়ে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন স্থানীয় বখাটে শাকিব গাজী। কিন্তু ম্যানেজার জাহাঙ্গীর চাঁদা দিতে অস্বীকার করেন। তখন তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বখাটে শাকিব।
ম্যানেজার জাহাঙ্গীরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে শাকিব পালিয়ে যান। তখন অগ্নিদগ্ধ অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাতে জাহাঙ্গীর মারা যান।
এ ঘটনায় জাহাঙ্গীর ফকিরের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন শাকিব গাজী ও শাহীন গাজী এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি শাকিব গাজী ফটিকের খেয়াঘাট এলাকার বাসিন্দা শাহীন গাজীর ছেলে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে এর আগে ঘটনা জানার পর থেকেই পুলিশের একটি দল আসামিদের ধরার জন্য কাজ করছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে