দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় ঢাকা-পায়রাবন্দরগামী লঞ্চ এমভি পূবালী-৫ থেকে তেঁতুলিয়ার বুড়াগৌরঙ্গ নদীতে পড়ে মো. সাইফুল বিশ্বাস (২৫) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাইফুল পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে।
জানা গেছে, ঢাকা থেকে পায়রাবন্দর যাওয়ার পথে আজ ভোর পৌনে পাঁচটার দিকে এমভি পূবালী-৫ ঘাটে বেড়ানোর সময় চরভুতম নামক স্থানে সাইফুল পড়ে যান। এমভি পূবালী-৫ ঘণ্টাব্যাপী নদীতে খোঁজ করে। পরে দশমিনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ ফাঁড়ি তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। তবে বিকেল চারটা পর্যন্ত সাইফুলের খোঁজ মেলেনি।
সাইফুলের বড় ভাই বাদশা মিয়া বলেন, ‘আমরা ছয় ভাই, পাঁচ বোন। আমি আর ছোট ভাই সাইফুল ঢাকায় কাজ করি। গতকাল বৃহস্পতিবার আমরা দুজন ঢাকা থেকে রাঙ্গাবালী যাচ্ছিলাম। আজ শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে লঞ্চের দ্বিতীয় তলায় দড়ি ধরে দাঁড়িয়ে ছিল সে। সেখান থেকে সে নদীতে পড়ে যায়। তার মৃগি রোগ ছিল। লঞ্চ মাস্টারকে বললে তিনি নদীর মাঝে লঞ্চ রেখে খোঁজ করেন। পরে লঞ্চ মাস্টার দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ ফাঁড়িকে জানান। পরে তারা ভোর থেকে অভিযান শুরু করে বিকেল চারটা পর্যন্ত কোনো সন্ধান পায়নি।’
এমভি পূবালী-৫-এর মাস্টার মো. মনির হোসেন বলেন, ‘সাইফুলের বড় ভাই বাদশা বলেন, তাঁর ভাইয়ের মৃগি রোগ আছে। নামাজ পড়ে দড়ি ধরে দাঁড়িয়ে ছিল। তখন সে নদীতে পড়ে যায়। আমি লঞ্চ ঘুরিয়ে সার্চলাইট মেরে খুঁজে পাইনি। পরে দশমিনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ ফাঁড়িতে ফোন করে জানাই। তারা এসে অভিযান চালায়।’
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা করি। তবে এখনো পাইনি।’
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তাহেরুল বলেন, ‘ভোর পাঁচটায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। তাঁকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত পাইনি। এখন অভিযান সাময়িক স্থগিত। পটুয়াখালী জেলা অফিসে জানানোর পর ডুবুরি দল পাঠিয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, ‘খবর পেয়ে আমি বাঁশবাড়িয়া লঞ্চঘাটে যাই। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ ফাঁড়ি নদীতে যৌথ অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।’

পটুয়াখালীর দশমিনায় ঢাকা-পায়রাবন্দরগামী লঞ্চ এমভি পূবালী-৫ থেকে তেঁতুলিয়ার বুড়াগৌরঙ্গ নদীতে পড়ে মো. সাইফুল বিশ্বাস (২৫) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাইফুল পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে।
জানা গেছে, ঢাকা থেকে পায়রাবন্দর যাওয়ার পথে আজ ভোর পৌনে পাঁচটার দিকে এমভি পূবালী-৫ ঘাটে বেড়ানোর সময় চরভুতম নামক স্থানে সাইফুল পড়ে যান। এমভি পূবালী-৫ ঘণ্টাব্যাপী নদীতে খোঁজ করে। পরে দশমিনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ ফাঁড়ি তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। তবে বিকেল চারটা পর্যন্ত সাইফুলের খোঁজ মেলেনি।
সাইফুলের বড় ভাই বাদশা মিয়া বলেন, ‘আমরা ছয় ভাই, পাঁচ বোন। আমি আর ছোট ভাই সাইফুল ঢাকায় কাজ করি। গতকাল বৃহস্পতিবার আমরা দুজন ঢাকা থেকে রাঙ্গাবালী যাচ্ছিলাম। আজ শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে লঞ্চের দ্বিতীয় তলায় দড়ি ধরে দাঁড়িয়ে ছিল সে। সেখান থেকে সে নদীতে পড়ে যায়। তার মৃগি রোগ ছিল। লঞ্চ মাস্টারকে বললে তিনি নদীর মাঝে লঞ্চ রেখে খোঁজ করেন। পরে লঞ্চ মাস্টার দশমিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ ফাঁড়িকে জানান। পরে তারা ভোর থেকে অভিযান শুরু করে বিকেল চারটা পর্যন্ত কোনো সন্ধান পায়নি।’
এমভি পূবালী-৫-এর মাস্টার মো. মনির হোসেন বলেন, ‘সাইফুলের বড় ভাই বাদশা বলেন, তাঁর ভাইয়ের মৃগি রোগ আছে। নামাজ পড়ে দড়ি ধরে দাঁড়িয়ে ছিল। তখন সে নদীতে পড়ে যায়। আমি লঞ্চ ঘুরিয়ে সার্চলাইট মেরে খুঁজে পাইনি। পরে দশমিনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ ফাঁড়িতে ফোন করে জানাই। তারা এসে অভিযান চালায়।’
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা করি। তবে এখনো পাইনি।’
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তাহেরুল বলেন, ‘ভোর পাঁচটায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। তাঁকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত পাইনি। এখন অভিযান সাময়িক স্থগিত। পটুয়াখালী জেলা অফিসে জানানোর পর ডুবুরি দল পাঠিয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, ‘খবর পেয়ে আমি বাঁশবাড়িয়া লঞ্চঘাটে যাই। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ ফাঁড়ি নদীতে যৌথ অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।’

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৬ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৯ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে