দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অপহরণের শিকার দুই জেলেকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দশমিনা থানা-পুলিশ ও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার কপিল উদ্দিন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন উপজেলার সদর দশমিনা ইউনিয়নের হাজিরহাট গ্রামের তালেব আলী মেকারের ছেলে বাবুল (৫৫) ও সেকান্দার আলীর ছেলে লোকমান (৫২)। তাঁরা তেঁতুলিয়া নদী থেকে অপহরণের শিকার হন।
গ্রেপ্তারকৃতরা হলেন ভোলা জেলার লালমোহন উপজেলার জামাল হাওলাদারের ছেলে মো. মোক্তার হাওলাদার (২১), একই উপজেলার হারুন হাওলাদারের ছেলে শাকিল (২১) এবং বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের আকনের ছেলে বাবু (২২)।
পুলিশ বলছে, গতকাল মধ্যরাতে বাবুল ও লোকমান তেঁতুলিয়া নদী থেকে অপহরণের শিকার হন। আজ সকালে লোকমানের মোবাইল ফোন থেকে কল দিয়ে তাঁর ছেলে কবিরের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে ৮০ হাজার টাকা সমঝোতা হয়। কবির বিষয়টি দশমিনা উপজেলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমানকে জানালে তিনি দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।
থানা ও নৌ পুলিশ ফাঁড়ির দিকনির্দেশনায় কবির বাউফল উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট এলাকায় বিকাশের মাধ্যমে প্রথমে ১৯ হাজার ৩০০ টাকা পাঠান। ওই টাকা মো. মোক্তার হাওলাদার নিতে এলে তাঁকে দশমিনা নৌ পুলিশ ফাঁড়ি, থানা-পুলিশ ও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করে।
পরে তাঁর দেওয়া তথ্যমতে, স্পিডবোটে চন্দ্রদ্বীপ এলাকা থেকে অপহরণের শিকার দুই জেলেকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী অপর দুজন শাকিল ও বাবুকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার কপিল উদ্দিন বলেন, ‘অপহরণকারী ছয়জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দশমিনা থানায় মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

পটুয়াখালী দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অপহরণের শিকার দুই জেলেকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দশমিনা থানা-পুলিশ ও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার কপিল উদ্দিন।
উদ্ধার হওয়া জেলেরা হলেন উপজেলার সদর দশমিনা ইউনিয়নের হাজিরহাট গ্রামের তালেব আলী মেকারের ছেলে বাবুল (৫৫) ও সেকান্দার আলীর ছেলে লোকমান (৫২)। তাঁরা তেঁতুলিয়া নদী থেকে অপহরণের শিকার হন।
গ্রেপ্তারকৃতরা হলেন ভোলা জেলার লালমোহন উপজেলার জামাল হাওলাদারের ছেলে মো. মোক্তার হাওলাদার (২১), একই উপজেলার হারুন হাওলাদারের ছেলে শাকিল (২১) এবং বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের আকনের ছেলে বাবু (২২)।
পুলিশ বলছে, গতকাল মধ্যরাতে বাবুল ও লোকমান তেঁতুলিয়া নদী থেকে অপহরণের শিকার হন। আজ সকালে লোকমানের মোবাইল ফোন থেকে কল দিয়ে তাঁর ছেলে কবিরের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে ৮০ হাজার টাকা সমঝোতা হয়। কবির বিষয়টি দশমিনা উপজেলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমানকে জানালে তিনি দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।
থানা ও নৌ পুলিশ ফাঁড়ির দিকনির্দেশনায় কবির বাউফল উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট এলাকায় বিকাশের মাধ্যমে প্রথমে ১৯ হাজার ৩০০ টাকা পাঠান। ওই টাকা মো. মোক্তার হাওলাদার নিতে এলে তাঁকে দশমিনা নৌ পুলিশ ফাঁড়ি, থানা-পুলিশ ও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করে।
পরে তাঁর দেওয়া তথ্যমতে, স্পিডবোটে চন্দ্রদ্বীপ এলাকা থেকে অপহরণের শিকার দুই জেলেকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী অপর দুজন শাকিল ও বাবুকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার কপিল উদ্দিন বলেন, ‘অপহরণকারী ছয়জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দশমিনা থানায় মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৭ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
২০ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে