দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

‘বিরোধী দল ও সরকার আলাদা। দুই দলের মধ্যে পার্থক্য থাকবেই। নির্বাচন সুষ্ঠু হবে, চিন্তার কোনো কারণ নেই। আর দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই মুহূর্তে শেখ হাসিনা ছাড়া কাউকে চোখে পড়ছে না। অতীতে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আগামীতেও হবে। জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
আজ শুক্রবার পটুয়াখালীর দশমিনায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার প্রতিশ্রুতি দিয়েছেন। করোনার কারণে কাজ কিছুটা পিছিয়ে গিয়েছে।’
ইমরান আহমদ আরও বলেন, ‘অদক্ষ হয়ে বিদেশ যাওয়া আর দেশে বসে পানের দোকান দেওয়া সমান। দক্ষ না হয়ে বিদেশ গেলে যে টাকা আয় করা যায়, তা দেশে থেকেই আয় করা যায়। দক্ষ হয়ে বিদেশে গেলে প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা আয় করা যায়। তাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সবার বিদেশ যাওয়া উচিত।’
এ সময় স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম, পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক মো. হারুন আর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

‘বিরোধী দল ও সরকার আলাদা। দুই দলের মধ্যে পার্থক্য থাকবেই। নির্বাচন সুষ্ঠু হবে, চিন্তার কোনো কারণ নেই। আর দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই মুহূর্তে শেখ হাসিনা ছাড়া কাউকে চোখে পড়ছে না। অতীতে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আগামীতেও হবে। জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
আজ শুক্রবার পটুয়াখালীর দশমিনায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করার প্রতিশ্রুতি দিয়েছেন। করোনার কারণে কাজ কিছুটা পিছিয়ে গিয়েছে।’
ইমরান আহমদ আরও বলেন, ‘অদক্ষ হয়ে বিদেশ যাওয়া আর দেশে বসে পানের দোকান দেওয়া সমান। দক্ষ না হয়ে বিদেশ গেলে যে টাকা আয় করা যায়, তা দেশে থেকেই আয় করা যায়। দক্ষ হয়ে বিদেশে গেলে প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা আয় করা যায়। তাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে সবার বিদেশ যাওয়া উচিত।’
এ সময় স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম, পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক মো. হারুন আর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে