কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় ফানুস উৎসব, ঘোড়দৌড় ও সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা। গতকাল শনিবার সন্ধ্যার পরে কুয়াকাটার আকাশে ফানুস ওড়ানো হয়। এর আগে সৈকতে ঘোড়দৌড়, বিচ ভলিবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সৈকতে ৬০টি স্টলের মাধ্যমে বরিশালের আঞ্চলিক পণ্য ও কিছু খাবার প্রদর্শন করা হয়। পর্যটন শিল্পকে বিকশিত করতে দুই দিন ব্যাপী এ উৎসবের আয়োজন করে টুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
এদিকে অনুষ্ঠান ঘিরে স্থানীয়ভাবে যেভাবে প্রচার-প্রচারণা চালানো হয়েছে, সে অনুযায়ী পর্যটক দর্শনার্থীদের মন জয় করতে পারেনি আয়োজকেরা। সন্ধ্যার পরে ছিল না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত পর্যটক ও দর্শনার্থীরা হতাশ হয়ে ফিরে গেছেন। দ্বিতীয় দিন শুধু একটি সেমিনারের মধ্য দিয়ে শেষ হয় কুয়াকাটা উৎসব। সাদামাটা আয়োজনে হতাশ আগতরা।
কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর পরিচালক সাংবাদিক হোসাইন আমির জানান, কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মঞ্চ প্রোগ্রাম, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে পর্যটকসহ স্থানীয়দের বিনোদন দিয়ে আসছে। গত বিচ কার্নিভ্যাল অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের প্রাধান্য দিয়েছেন। এবার কুয়াকাটা উৎসবে তাঁদের ডাকা হয়নি। স্থানীয় আয়োজকেরা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে তাদের এ অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আ. বারেক মোল্লা জানান, টুরিজম বোর্ডের অনুষ্ঠানের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। অনুষ্ঠানে স্থানীয়ভাবে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের অনেকেই সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত। তাঁরা বেছে বেছে চিঠি দিয়েছেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদারও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, তাঁকে এবং তাঁর পৌর পরিষদকে অবমূল্যায়ন করা হয়েছে।

পটুয়াখালীর কুয়াকাটায় ফানুস উৎসব, ঘোড়দৌড় ও সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা। গতকাল শনিবার সন্ধ্যার পরে কুয়াকাটার আকাশে ফানুস ওড়ানো হয়। এর আগে সৈকতে ঘোড়দৌড়, বিচ ভলিবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সৈকতে ৬০টি স্টলের মাধ্যমে বরিশালের আঞ্চলিক পণ্য ও কিছু খাবার প্রদর্শন করা হয়। পর্যটন শিল্পকে বিকশিত করতে দুই দিন ব্যাপী এ উৎসবের আয়োজন করে টুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
এদিকে অনুষ্ঠান ঘিরে স্থানীয়ভাবে যেভাবে প্রচার-প্রচারণা চালানো হয়েছে, সে অনুযায়ী পর্যটক দর্শনার্থীদের মন জয় করতে পারেনি আয়োজকেরা। সন্ধ্যার পরে ছিল না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত পর্যটক ও দর্শনার্থীরা হতাশ হয়ে ফিরে গেছেন। দ্বিতীয় দিন শুধু একটি সেমিনারের মধ্য দিয়ে শেষ হয় কুয়াকাটা উৎসব। সাদামাটা আয়োজনে হতাশ আগতরা।
কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর পরিচালক সাংবাদিক হোসাইন আমির জানান, কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মঞ্চ প্রোগ্রাম, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে পর্যটকসহ স্থানীয়দের বিনোদন দিয়ে আসছে। গত বিচ কার্নিভ্যাল অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের প্রাধান্য দিয়েছেন। এবার কুয়াকাটা উৎসবে তাঁদের ডাকা হয়নি। স্থানীয় আয়োজকেরা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে তাদের এ অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আ. বারেক মোল্লা জানান, টুরিজম বোর্ডের অনুষ্ঠানের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। অনুষ্ঠানে স্থানীয়ভাবে যাঁরা দায়িত্ব পালন করেছেন, তাঁদের অনেকেই সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত। তাঁরা বেছে বেছে চিঠি দিয়েছেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদারও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, তাঁকে এবং তাঁর পৌর পরিষদকে অবমূল্যায়ন করা হয়েছে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৯ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে