কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় এক আবাসিক হোটেলে পর্যটককে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী পর্যটকের নাম তুহিন। তিনি ঢাকার মিরপুর এলাকার শেওড়াপাড়ার আব্দুস সোবহানের ছেলে। ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলে তাঁকে আটকে রেখে মারধরের অভিযোগে তিনি বাদী হয়ে আজ মঙ্গলবার মহিপুর থানায় মামলা করেন।
মামলায় গ্রেপ্তার তিনজন হলেন কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বেল্লাল হোসেন, তাঁর সহযোগী রিয়াজ ও শাকিল। অপর আসামি মো. ইউসুফ হাওলাদার পলাতক রয়েছেন। বেল্লাল ব্লু-বার্ড নামের ওই হোটেল পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে হোটেলে পর্যটক তুহিনকে মারধর করে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আরও ২ লাখ টাকা দাবি করে তাঁকে ১০২ নম্বর কক্ষে তালাবদ্ধ করে বিদ্যুতের সুইচ অফ করে দেওয়া হয়। এ ঘটনায় তুহিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে মহিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে তাঁকে উদ্ধার করে।
তুহিন জানান, তিনি ১ হাজার টাকা ভাড়ার চুক্তিতে চার দিন হোটেলে অবস্থান করেন। তবে হোটেল কর্তৃপক্ষের বেল্লাল ও তাঁর সহযোগীরা চার দিনের জন্য ১২ হাজার টাকা দাবি করলে তিনি দিতে অপারগতা প্রকাশ করে কক্ষে চলে যান। এরপর তাঁরা তাঁকে মারধর করে কক্ষে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে উপস্থিত হয়ে তিনজনকে আটক করে। এ সময় আরেক অভিযুক্ত ইউসুফ পালিয়ে যান।
এদিকে সূত্র জানিয়েছে, বেলালসহ কয়েকজন হোটেলটি ভাড়া নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিলেন। তুহিন মূলত সেখানে নারীদের নিয়ে যেতেন। তাঁদের মধ্যে লেনদেন-সংক্রান্ত জটিলতায় এ ঘটনার সৃষ্টি হয়েছে—এমনটাই দাবি বেলালের।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে মহিপুর থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামি ইউসুফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বেলালের বিষয়ে জানতে চাইলে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, ব্যক্তির দায় দল নেবে না। কুয়াকাটা পৌর যুবদল অত্যন্ত সুসংগঠিত। যুবদলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর কুয়াকাটায় এক আবাসিক হোটেলে পর্যটককে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী পর্যটকের নাম তুহিন। তিনি ঢাকার মিরপুর এলাকার শেওড়াপাড়ার আব্দুস সোবহানের ছেলে। ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলে তাঁকে আটকে রেখে মারধরের অভিযোগে তিনি বাদী হয়ে আজ মঙ্গলবার মহিপুর থানায় মামলা করেন।
মামলায় গ্রেপ্তার তিনজন হলেন কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বেল্লাল হোসেন, তাঁর সহযোগী রিয়াজ ও শাকিল। অপর আসামি মো. ইউসুফ হাওলাদার পলাতক রয়েছেন। বেল্লাল ব্লু-বার্ড নামের ওই হোটেল পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে হোটেলে পর্যটক তুহিনকে মারধর করে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আরও ২ লাখ টাকা দাবি করে তাঁকে ১০২ নম্বর কক্ষে তালাবদ্ধ করে বিদ্যুতের সুইচ অফ করে দেওয়া হয়। এ ঘটনায় তুহিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে মহিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে তাঁকে উদ্ধার করে।
তুহিন জানান, তিনি ১ হাজার টাকা ভাড়ার চুক্তিতে চার দিন হোটেলে অবস্থান করেন। তবে হোটেল কর্তৃপক্ষের বেল্লাল ও তাঁর সহযোগীরা চার দিনের জন্য ১২ হাজার টাকা দাবি করলে তিনি দিতে অপারগতা প্রকাশ করে কক্ষে চলে যান। এরপর তাঁরা তাঁকে মারধর করে কক্ষে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে উপস্থিত হয়ে তিনজনকে আটক করে। এ সময় আরেক অভিযুক্ত ইউসুফ পালিয়ে যান।
এদিকে সূত্র জানিয়েছে, বেলালসহ কয়েকজন হোটেলটি ভাড়া নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিলেন। তুহিন মূলত সেখানে নারীদের নিয়ে যেতেন। তাঁদের মধ্যে লেনদেন-সংক্রান্ত জটিলতায় এ ঘটনার সৃষ্টি হয়েছে—এমনটাই দাবি বেলালের।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে মহিপুর থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামি ইউসুফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বেলালের বিষয়ে জানতে চাইলে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, ব্যক্তির দায় দল নেবে না। কুয়াকাটা পৌর যুবদল অত্যন্ত সুসংগঠিত। যুবদলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
২০ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে