ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর নয়ন হোসেন (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের লিচু বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নয়ন ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। তিনি বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের কাজ করতেন।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। নিহতের পরিবার থেকে এজাহার জমা দিলে আমরা আইনি ব্যবস্থা নেব।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন হোসেন দোকানের কাজ সেরে প্রতিদিন রাত সোয়া ৯টার দিকে বাড়ি ফিরতেন। গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এই অবস্থায় গভীর রাত পর্যন্ত পরিবারের সদস্যরা শিমুলতলা বাজার ও এর আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। আজ সকালে বাড়ির পাশে লিচু বাগানের মধ্যে নয়নের লাশ পড়ে থাকতে দেখেন এক প্রতিবেশী। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে নয়নের মরদেহ শনাক্ত করেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে নয়নের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয়রা জানান, লিচু বাগানে নয়নের মরদেহ উপুড় করে রাখা ছিল। তার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। পরনে গাঢ় খয়েরি রঙের টি-শার্ট, জিনস প্যান্ট ও পায়ে স্যান্ডেল ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, কয়েক দিন আগে একটি সমিতি থেকে উত্তোলন করা ঋণের ৫০ হাজার টাকা নয়নের কাছে ছিল। সমিতির ওই টাকা নিয়ে কোনো জটিলতা বা দ্বন্দ্বে দুর্বৃত্তরা তাঁকে খুন করতে পারে।

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর নয়ন হোসেন (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের লিচু বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নয়ন ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। তিনি বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের কাজ করতেন।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। নিহতের পরিবার থেকে এজাহার জমা দিলে আমরা আইনি ব্যবস্থা নেব।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন হোসেন দোকানের কাজ সেরে প্রতিদিন রাত সোয়া ৯টার দিকে বাড়ি ফিরতেন। গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এই অবস্থায় গভীর রাত পর্যন্ত পরিবারের সদস্যরা শিমুলতলা বাজার ও এর আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। আজ সকালে বাড়ির পাশে লিচু বাগানের মধ্যে নয়নের লাশ পড়ে থাকতে দেখেন এক প্রতিবেশী। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে নয়নের মরদেহ শনাক্ত করেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে নয়নের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয়রা জানান, লিচু বাগানে নয়নের মরদেহ উপুড় করে রাখা ছিল। তার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। পরনে গাঢ় খয়েরি রঙের টি-শার্ট, জিনস প্যান্ট ও পায়ে স্যান্ডেল ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, কয়েক দিন আগে একটি সমিতি থেকে উত্তোলন করা ঋণের ৫০ হাজার টাকা নয়নের কাছে ছিল। সমিতির ওই টাকা নিয়ে কোনো জটিলতা বা দ্বন্দ্বে দুর্বৃত্তরা তাঁকে খুন করতে পারে।

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিন দিন পর নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার মাতাব্বর হাট মেঘনার তীর রক্ষা বাঁধের ব্লকের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩০ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
৩৪ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
১ ঘণ্টা আগে