পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

পাবনা-১ আসনে নৌকা প্রতীক ও ট্রাক প্রতীকের কর্মী–সমর্থকদের মধ্যে গণসংযোগকালে পাল্টাপাল্টির ধাওয়া মারপিট, গাড়ির গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ, উভয় পক্ষের কর্মী–সমর্থক ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে সাঁথিয়া উপজেলার সেলন্দা বাজারে নৌকা প্রতীকের ৫০–৬০ জন নেতাকর্মী ও সমর্থকেরা নাগডেমড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরদার ও ছাত্রলীগ সভাপতি ওলিউর রহমানের নেতৃত্বে গণসংযোগ, প্রচার প্রচারণা করছিল। এ সময় ট্রাক প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের অনুসারী বেড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল বাতেন, সাঁথিয়া উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজ হোসেনের নেতৃত্বে ৮–১০ হাইস গাড়ির বহর নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছিল।
নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকেরা সামনাসামনি চলে আসলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। উভয় পক্ষ লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় ট্রাক প্রতীকের অনুসারীদের তিনটি হাইসের গ্লাস ভাঙচুরসহ কয়েকটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটনায় নৌকা প্রতীকের অনুসারীরা।
নাগডেমড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান বলেন, ‘নৌকা প্রতীকের গণসংযোগ ও প্রচারণাকালে ট্রাক প্রতীকের অনুসারীদের দেখে আমরা রাস্তার এক সাইডে অবস্থান নেই তাদের বের করে দেওয়ার জন্য। ট্রাক প্রতীকের অনুসারীরা আমাদের অতিক্রমকালে নানা উসকানি দিয়ে পেছন থেকে হামলা করে। এ সময় তাদের প্রতিহত করতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’
তিনি বলেন, ‘তাদের হামলায় আমি নিজেসহ আকাশ রানা, মেহেদী হাসান, সোহান জাহান, কামরুজ্জামান, রাকিবসহ বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়।’
সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার মোবাইল ফোনে জানান, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের অনুসারীরা সেলন্দা বাজার এলাকায় গণসংযোগ, প্রচার–প্রচারণা আর ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছিলেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী শামসুল হক টুকুর অনুসারী রুবেল, সোহান, আকাশ, শামীমসহ তাঁদের ক্যাডার বাহিনী এসে সাইয়িদ সাহেবের লোকজনের ওপর ওপর আক্রমণ চালায়।’
তাদের হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। হামলায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাঁর।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এ আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।

পাবনা-১ আসনে নৌকা প্রতীক ও ট্রাক প্রতীকের কর্মী–সমর্থকদের মধ্যে গণসংযোগকালে পাল্টাপাল্টির ধাওয়া মারপিট, গাড়ির গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ, উভয় পক্ষের কর্মী–সমর্থক ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে সাঁথিয়া উপজেলার সেলন্দা বাজারে নৌকা প্রতীকের ৫০–৬০ জন নেতাকর্মী ও সমর্থকেরা নাগডেমড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরদার ও ছাত্রলীগ সভাপতি ওলিউর রহমানের নেতৃত্বে গণসংযোগ, প্রচার প্রচারণা করছিল। এ সময় ট্রাক প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের অনুসারী বেড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল বাতেন, সাঁথিয়া উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজ হোসেনের নেতৃত্বে ৮–১০ হাইস গাড়ির বহর নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছিল।
নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকেরা সামনাসামনি চলে আসলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। উভয় পক্ষ লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় ট্রাক প্রতীকের অনুসারীদের তিনটি হাইসের গ্লাস ভাঙচুরসহ কয়েকটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটনায় নৌকা প্রতীকের অনুসারীরা।
নাগডেমড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওলিউর রহমান বলেন, ‘নৌকা প্রতীকের গণসংযোগ ও প্রচারণাকালে ট্রাক প্রতীকের অনুসারীদের দেখে আমরা রাস্তার এক সাইডে অবস্থান নেই তাদের বের করে দেওয়ার জন্য। ট্রাক প্রতীকের অনুসারীরা আমাদের অতিক্রমকালে নানা উসকানি দিয়ে পেছন থেকে হামলা করে। এ সময় তাদের প্রতিহত করতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’
তিনি বলেন, ‘তাদের হামলায় আমি নিজেসহ আকাশ রানা, মেহেদী হাসান, সোহান জাহান, কামরুজ্জামান, রাকিবসহ বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়।’
সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার মোবাইল ফোনে জানান, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের অনুসারীরা সেলন্দা বাজার এলাকায় গণসংযোগ, প্রচার–প্রচারণা আর ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছিলেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী শামসুল হক টুকুর অনুসারী রুবেল, সোহান, আকাশ, শামীমসহ তাঁদের ক্যাডার বাহিনী এসে সাইয়িদ সাহেবের লোকজনের ওপর ওপর আক্রমণ চালায়।’
তাদের হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। হামলায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাঁর।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এ আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী ডেপুটি স্পিকার শামসুল হক। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে