ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ৩০ নেতা–কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার ও গতকাল পাবনাসহ রাজশাহী কারাগার থেকে তাঁরা মুক্ত হন।
এর আগে আসামিদের জামিন আবেদনে গত ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোমিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার এ আদেশ দেন।
এরপর দাপ্তরিক প্রক্রিয়া শেষে আজ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হন ১৮ জন। আর গতকাল পাবনা জেলা কারাগার থেকে জামিনে বের হন ১২ জন।
জানা গেছে, আলোচিত মামলাটির রায় ঘোষণা করা হয় ২০১৯ সালে। পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. রুস্তম আলীর দেওয়া রায়ে ঈশ্বরদী বিএনপির ৪৭ জন নেতা–কর্মীদের মধ্যে ৯ জনের ফাঁসি, ২৫ জন যাবজ্জীবন এবং ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ফাঁসির আসামি বাদে যাবজ্জীবন ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন মোট ৩৮ জন। এর মধ্যে জামিনে বের হয়েছেন ৩০ জন। তিনজন মারা গেছেন, বাকিরাও জামিন পেয়েছেন।
তথ্যমতে, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে ট্রেনে করে যাওয়ার সময় ঈশ্বরদী জংশন স্টেশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা হয়।
মামলা দায়েরের পরের বছর পুলিশ কোনো সাক্ষী না পেয়ে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয়। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলাটির পুনঃ তদন্ত হয়। এরপর ১৯৯৭ সালের ৩ এপ্রিল পুলিশ ঈশ্বরদী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ৫২ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর মধ্যে পাঁচজন আসামি ইতিমধ্যে মারা যান।

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ৩০ নেতা–কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার ও গতকাল পাবনাসহ রাজশাহী কারাগার থেকে তাঁরা মুক্ত হন।
এর আগে আসামিদের জামিন আবেদনে গত ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোমিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার এ আদেশ দেন।
এরপর দাপ্তরিক প্রক্রিয়া শেষে আজ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হন ১৮ জন। আর গতকাল পাবনা জেলা কারাগার থেকে জামিনে বের হন ১২ জন।
জানা গেছে, আলোচিত মামলাটির রায় ঘোষণা করা হয় ২০১৯ সালে। পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. রুস্তম আলীর দেওয়া রায়ে ঈশ্বরদী বিএনপির ৪৭ জন নেতা–কর্মীদের মধ্যে ৯ জনের ফাঁসি, ২৫ জন যাবজ্জীবন এবং ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ফাঁসির আসামি বাদে যাবজ্জীবন ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন মোট ৩৮ জন। এর মধ্যে জামিনে বের হয়েছেন ৩০ জন। তিনজন মারা গেছেন, বাকিরাও জামিন পেয়েছেন।
তথ্যমতে, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে ট্রেনে করে যাওয়ার সময় ঈশ্বরদী জংশন স্টেশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা হয়।
মামলা দায়েরের পরের বছর পুলিশ কোনো সাক্ষী না পেয়ে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয়। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলাটির পুনঃ তদন্ত হয়। এরপর ১৯৯৭ সালের ৩ এপ্রিল পুলিশ ঈশ্বরদী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ৫২ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর মধ্যে পাঁচজন আসামি ইতিমধ্যে মারা যান।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে