ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ৩০ নেতা–কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার ও গতকাল পাবনাসহ রাজশাহী কারাগার থেকে তাঁরা মুক্ত হন।
এর আগে আসামিদের জামিন আবেদনে গত ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোমিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার এ আদেশ দেন।
এরপর দাপ্তরিক প্রক্রিয়া শেষে আজ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হন ১৮ জন। আর গতকাল পাবনা জেলা কারাগার থেকে জামিনে বের হন ১২ জন।
জানা গেছে, আলোচিত মামলাটির রায় ঘোষণা করা হয় ২০১৯ সালে। পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. রুস্তম আলীর দেওয়া রায়ে ঈশ্বরদী বিএনপির ৪৭ জন নেতা–কর্মীদের মধ্যে ৯ জনের ফাঁসি, ২৫ জন যাবজ্জীবন এবং ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ফাঁসির আসামি বাদে যাবজ্জীবন ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন মোট ৩৮ জন। এর মধ্যে জামিনে বের হয়েছেন ৩০ জন। তিনজন মারা গেছেন, বাকিরাও জামিন পেয়েছেন।
তথ্যমতে, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে ট্রেনে করে যাওয়ার সময় ঈশ্বরদী জংশন স্টেশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা হয়।
মামলা দায়েরের পরের বছর পুলিশ কোনো সাক্ষী না পেয়ে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয়। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলাটির পুনঃ তদন্ত হয়। এরপর ১৯৯৭ সালের ৩ এপ্রিল পুলিশ ঈশ্বরদী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ৫২ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর মধ্যে পাঁচজন আসামি ইতিমধ্যে মারা যান।

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ৩০ নেতা–কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার ও গতকাল পাবনাসহ রাজশাহী কারাগার থেকে তাঁরা মুক্ত হন।
এর আগে আসামিদের জামিন আবেদনে গত ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোমিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার এ আদেশ দেন।
এরপর দাপ্তরিক প্রক্রিয়া শেষে আজ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হন ১৮ জন। আর গতকাল পাবনা জেলা কারাগার থেকে জামিনে বের হন ১২ জন।
জানা গেছে, আলোচিত মামলাটির রায় ঘোষণা করা হয় ২০১৯ সালে। পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. রুস্তম আলীর দেওয়া রায়ে ঈশ্বরদী বিএনপির ৪৭ জন নেতা–কর্মীদের মধ্যে ৯ জনের ফাঁসি, ২৫ জন যাবজ্জীবন এবং ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ফাঁসির আসামি বাদে যাবজ্জীবন ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন মোট ৩৮ জন। এর মধ্যে জামিনে বের হয়েছেন ৩০ জন। তিনজন মারা গেছেন, বাকিরাও জামিন পেয়েছেন।
তথ্যমতে, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে ট্রেনে করে যাওয়ার সময় ঈশ্বরদী জংশন স্টেশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা হয়।
মামলা দায়েরের পরের বছর পুলিশ কোনো সাক্ষী না পেয়ে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয়। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলাটির পুনঃ তদন্ত হয়। এরপর ১৯৯৭ সালের ৩ এপ্রিল পুলিশ ঈশ্বরদী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ৫২ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এর মধ্যে পাঁচজন আসামি ইতিমধ্যে মারা যান।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে