হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নয়ন চন্দ্র দাস নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। এই ঘটনায় আজ রোববার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
নয়ন চন্দ্র দাস চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ গামছাখালী গ্রামের বাসিন্দা। তিনি সম্পর্কে ভিকটিমের জ্যাঠাতো বোনের স্বামী।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর মা বাদী হয়ে নয়নকে আসামি করে একটি মামলা দিয়েছে। আমরা আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছি। ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে রেখে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
ভুক্তভোগীর মা জানান, শুক্রবার দিনদুপুরে তিনি উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ গামছাখালী গ্রামে নিজের বাড়িতে প্রতিবন্ধী মেয়েকে রেখে খাওয়ার পানি আনার জন্য পাশের বাড়ি যান। কিছু সময় পর বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা জানালা সব বন্ধ। পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করলে কিছু বুঝে ওঠার আগেই নয়ন ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়।
ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন খাটের ওপর নিজের প্রতিবন্ধী মেয়েটি নিথর হয়ে পড়ে আছে। তখন তিনি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পেলেন। পরে বিষয়টি স্থানীয়দের জানান।
তিনি আরও জানান, মেয়েটি শারীরিক প্রতিবন্ধী উঠে দাঁড়াতে পারে না। সে কথা বলতে পারে না। তাঁর হিতাহিত জ্ঞান নেয়। বিশ বছর বয়সী মেয়েটি জন্মগতভাবে প্রতিবন্ধী।
এ বিষয়ে চরকিং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবন্ধী তরুণীর ভাই আমার কাছে এসে ঘটনাটি বলেছে। আমি সঙ্গে সঙ্গে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি এবং নিজে থানায় গিয়ে ওসি সাহেবে সঙ্গে দেখা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করি।’

নোয়াখালী হাতিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নয়ন চন্দ্র দাস নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। এই ঘটনায় আজ রোববার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
নয়ন চন্দ্র দাস চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ গামছাখালী গ্রামের বাসিন্দা। তিনি সম্পর্কে ভিকটিমের জ্যাঠাতো বোনের স্বামী।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর মা বাদী হয়ে নয়নকে আসামি করে একটি মামলা দিয়েছে। আমরা আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছি। ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে রেখে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
ভুক্তভোগীর মা জানান, শুক্রবার দিনদুপুরে তিনি উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ গামছাখালী গ্রামে নিজের বাড়িতে প্রতিবন্ধী মেয়েকে রেখে খাওয়ার পানি আনার জন্য পাশের বাড়ি যান। কিছু সময় পর বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা জানালা সব বন্ধ। পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করলে কিছু বুঝে ওঠার আগেই নয়ন ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়।
ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন খাটের ওপর নিজের প্রতিবন্ধী মেয়েটি নিথর হয়ে পড়ে আছে। তখন তিনি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পেলেন। পরে বিষয়টি স্থানীয়দের জানান।
তিনি আরও জানান, মেয়েটি শারীরিক প্রতিবন্ধী উঠে দাঁড়াতে পারে না। সে কথা বলতে পারে না। তাঁর হিতাহিত জ্ঞান নেয়। বিশ বছর বয়সী মেয়েটি জন্মগতভাবে প্রতিবন্ধী।
এ বিষয়ে চরকিং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবন্ধী তরুণীর ভাই আমার কাছে এসে ঘটনাটি বলেছে। আমি সঙ্গে সঙ্গে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি এবং নিজে থানায় গিয়ে ওসি সাহেবে সঙ্গে দেখা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করি।’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১৫ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
২৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৪ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১ ঘণ্টা আগে