হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া গতকাল রাতে ঝড়ের তাণ্ডবে উপজেলার সোনাদিয়া ও চরঈশ্বর ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
জানা গেছে, ঝড়ে গাছ ভেঙে পড়ায় চরকিং, নলচিরা ও সোনাদিয়া ইউনিয়নের বেড়িবাঁধের পাশে বসবাস করা অনেকের ঘর ভেঙে গেছে। জোয়ারের পানিতে নলচিরা ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে অনেক গবাদিপশু মরে পানিতে ভাসতে দেখা গেছে। একই সঙ্গে বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপ ও চানন্দী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং কাঁচা ঘরবাড়ি স্রোতে ভেসে গেছে।
এ বিষয়ে সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, ‘ইউনিয়নের হোইকবাধা গ্রামের পাশে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। রাতে হঠাৎ জোয়ারের পানি চলে আসায় স্থানীয়দের অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। জোয়ারের পানিতে ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া, হোইকবাধা ও চরচেঙ্গা গ্রাম চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে ভেসে গেছে পুকুরের মাছ ও আমনখেত।’
নিঝুম দ্বীপ ইউপির চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, ‘এ এলাকায় কোনো বেড়িবাঁধ নেই। তাই রাতে এখানকার সব কটি ওয়ার্ড জোয়ারের পানিতে প্লাবিত হয়। দিনের চেয়ে রাতে জোয়ার বেশি হওয়ায় এলাকাবাসীকে বিপাকে পড়তে হয়েছে। শুধু তাই নয়, নদীর তীরে বসবাস করা অনেকের ঘরবাড়ি ভেসে গেছে। তবে গতকাল রাতে আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন আজ মঙ্গলবার সকালে বাড়ি ফিরতে শুরু করেছে। বাড়ি ফিরে রাস্তার ওপর পড়ে যাওয়া গাছপালা কেটে যান চলাচল স্বাভাবিক করছেন তাঁরা।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিভাগকে দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করার জন্য একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে যোগাযোগ করে এলাকার ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করবে। পরে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।’

নোয়াখালী হাতিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছ ভেঙে পড়ে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া গতকাল রাতে ঝড়ের তাণ্ডবে উপজেলার সোনাদিয়া ও চরঈশ্বর ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
জানা গেছে, ঝড়ে গাছ ভেঙে পড়ায় চরকিং, নলচিরা ও সোনাদিয়া ইউনিয়নের বেড়িবাঁধের পাশে বসবাস করা অনেকের ঘর ভেঙে গেছে। জোয়ারের পানিতে নলচিরা ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে অনেক গবাদিপশু মরে পানিতে ভাসতে দেখা গেছে। একই সঙ্গে বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপ ও চানন্দী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং কাঁচা ঘরবাড়ি স্রোতে ভেসে গেছে।
এ বিষয়ে সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, ‘ইউনিয়নের হোইকবাধা গ্রামের পাশে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। রাতে হঠাৎ জোয়ারের পানি চলে আসায় স্থানীয়দের অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। জোয়ারের পানিতে ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া, হোইকবাধা ও চরচেঙ্গা গ্রাম চার থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে ভেসে গেছে পুকুরের মাছ ও আমনখেত।’
নিঝুম দ্বীপ ইউপির চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, ‘এ এলাকায় কোনো বেড়িবাঁধ নেই। তাই রাতে এখানকার সব কটি ওয়ার্ড জোয়ারের পানিতে প্লাবিত হয়। দিনের চেয়ে রাতে জোয়ার বেশি হওয়ায় এলাকাবাসীকে বিপাকে পড়তে হয়েছে। শুধু তাই নয়, নদীর তীরে বসবাস করা অনেকের ঘরবাড়ি ভেসে গেছে। তবে গতকাল রাতে আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন আজ মঙ্গলবার সকালে বাড়ি ফিরতে শুরু করেছে। বাড়ি ফিরে রাস্তার ওপর পড়ে যাওয়া গাছপালা কেটে যান চলাচল স্বাভাবিক করছেন তাঁরা।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিভাগকে দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করার জন্য একটি টিম গঠন করে দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে যোগাযোগ করে এলাকার ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করবে। পরে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৯ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে