Ajker Patrika

হাতিয়ায় জাটকাসহ আটক ৮ জেলে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৩, ১৬: ১৩
হাতিয়ায় জাটকাসহ আটক ৮ জেলে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে আট জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। 

আজ শুক্রবার সকালে আটকদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে মামলা দায়ের করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার এলাকার মেঘনা নদী থেকে তাঁদের আটক করা হয়। 

আটকেরা হলেন—ভোলার সদর উপজেলার রাজাপুর গ্রামের আবদুল খালেকের ছেলে নাজি উদ্দিন মাঝি (৩৩), মেদুয়া গ্রামের আবদুল বারেক মাতব্বরের ছেলে আমির হোসেন (৩০), একই গ্রামের দুলাল উদ্দিনের ছেলে আজাদ (২০), আবু সাইদের ছেলে হিরণ (২২), কবির ব্যাপারীর ছেলে কামাল (৩৩), আজিজ সর্দারের ছেলে আমজাদ হোসেন (৩২), আরব আলী মাঝির ছেলে জাহাঙ্গীর (৩৩) ও আবদুল জব্বার ব্যাপারীর ছেলে আবুল কাশেম (৪৫)। 

পুলিশ জানায়, জাটকা ইলিশ নিধনকারী ও কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বিকেলে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় হাতিয়া নৌ-পুলিশ। বাংলাবাজার এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে নদীতে পাতা অবস্থায় ৩ হাজার মিটার কারেন্ট জাল ও একটি ট্রলারসহ আট জেলেকে আটক করে। জব্দ ট্রলার থেকে ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। 

নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ নাসির উদ্দিন জানান, জব্দ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। নদীতে কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত