হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার কৃতী সন্তানদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় হান্নান এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানে অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে হান্নান জানান, গত বছর জাতীয় সংসদ নির্বাচনের পর কেউ কোথাও মিছিল করতে পারেননি। তাঁরা মুষ্টিমেয় কয়েকজন মিলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন। গত চার বছর আগ থেকে যখন অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন, তখনো তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন।
হান্নান বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে এর দুই দিন পর আবারও রাস্তায় নেমেছি। নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। তাই বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমার পাশেও যদি কোনো আওয়ামী লীগ থাকে, তাহলে আপনারা আমাকে তাদের চিহ্নিত করতে সহযোগিতা করবেন। কারণ, আমার পাশে কেউ পিঠ বাঁচাতে, আবার কেউ পেট বাঁচাতে আসবে। আপনারা যদি বলেন, এই মানুষটি সাধারণ মানুষের ওপর কখনো জুলুম করেছে বা অত্যাচার করেছে, সে যে-ই হোক তাকে আমার পাশে রাখব না। কোনো ধরনের সন্ত্রাসী, কোনো ধরনের অত্যাচারী আমার পাশে জায়গা পাবে না।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাহাদ উদ্দিন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেওয়াজ শরীফ ওয়াজেদ, আনিস মাহমুদ সাকিব, ইসমাইল হোসেন, আব্দুর রব নাসিম, তাহমিদ তাজওয়ার হোসাইন, তাওফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফ, আন্দোলনের হাতিয়া প্রতিনিধি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসূফ রেজা, ঢাকা জজকোর্টের আইনজীবী মতিউর রহমান প্রমুখ।
বক্তারা আধুনিক হাতিয়া বিনির্মাণে শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতির বদলসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা হান্নানের কাছে তুলে ধরেন।

বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার কৃতী সন্তানদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় হান্নান এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানে অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে হান্নান জানান, গত বছর জাতীয় সংসদ নির্বাচনের পর কেউ কোথাও মিছিল করতে পারেননি। তাঁরা মুষ্টিমেয় কয়েকজন মিলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন। গত চার বছর আগ থেকে যখন অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন, তখনো তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন।
হান্নান বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে এর দুই দিন পর আবারও রাস্তায় নেমেছি। নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। তাই বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমার পাশেও যদি কোনো আওয়ামী লীগ থাকে, তাহলে আপনারা আমাকে তাদের চিহ্নিত করতে সহযোগিতা করবেন। কারণ, আমার পাশে কেউ পিঠ বাঁচাতে, আবার কেউ পেট বাঁচাতে আসবে। আপনারা যদি বলেন, এই মানুষটি সাধারণ মানুষের ওপর কখনো জুলুম করেছে বা অত্যাচার করেছে, সে যে-ই হোক তাকে আমার পাশে রাখব না। কোনো ধরনের সন্ত্রাসী, কোনো ধরনের অত্যাচারী আমার পাশে জায়গা পাবে না।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাহাদ উদ্দিন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেওয়াজ শরীফ ওয়াজেদ, আনিস মাহমুদ সাকিব, ইসমাইল হোসেন, আব্দুর রব নাসিম, তাহমিদ তাজওয়ার হোসাইন, তাওফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফ, আন্দোলনের হাতিয়া প্রতিনিধি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসূফ রেজা, ঢাকা জজকোর্টের আইনজীবী মতিউর রহমান প্রমুখ।
বক্তারা আধুনিক হাতিয়া বিনির্মাণে শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতির বদলসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা হান্নানের কাছে তুলে ধরেন।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৪ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩০ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৫ মিনিট আগে