হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার কৃতী সন্তানদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় হান্নান এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানে অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে হান্নান জানান, গত বছর জাতীয় সংসদ নির্বাচনের পর কেউ কোথাও মিছিল করতে পারেননি। তাঁরা মুষ্টিমেয় কয়েকজন মিলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন। গত চার বছর আগ থেকে যখন অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন, তখনো তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন।
হান্নান বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে এর দুই দিন পর আবারও রাস্তায় নেমেছি। নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। তাই বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমার পাশেও যদি কোনো আওয়ামী লীগ থাকে, তাহলে আপনারা আমাকে তাদের চিহ্নিত করতে সহযোগিতা করবেন। কারণ, আমার পাশে কেউ পিঠ বাঁচাতে, আবার কেউ পেট বাঁচাতে আসবে। আপনারা যদি বলেন, এই মানুষটি সাধারণ মানুষের ওপর কখনো জুলুম করেছে বা অত্যাচার করেছে, সে যে-ই হোক তাকে আমার পাশে রাখব না। কোনো ধরনের সন্ত্রাসী, কোনো ধরনের অত্যাচারী আমার পাশে জায়গা পাবে না।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাহাদ উদ্দিন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেওয়াজ শরীফ ওয়াজেদ, আনিস মাহমুদ সাকিব, ইসমাইল হোসেন, আব্দুর রব নাসিম, তাহমিদ তাজওয়ার হোসাইন, তাওফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফ, আন্দোলনের হাতিয়া প্রতিনিধি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসূফ রেজা, ঢাকা জজকোর্টের আইনজীবী মতিউর রহমান প্রমুখ।
বক্তারা আধুনিক হাতিয়া বিনির্মাণে শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতির বদলসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা হান্নানের কাছে তুলে ধরেন।

বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার কৃতী সন্তানদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় হান্নান এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানে অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে হান্নান জানান, গত বছর জাতীয় সংসদ নির্বাচনের পর কেউ কোথাও মিছিল করতে পারেননি। তাঁরা মুষ্টিমেয় কয়েকজন মিলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন। গত চার বছর আগ থেকে যখন অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন, তখনো তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন।
হান্নান বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে এর দুই দিন পর আবারও রাস্তায় নেমেছি। নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। তাই বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমার পাশেও যদি কোনো আওয়ামী লীগ থাকে, তাহলে আপনারা আমাকে তাদের চিহ্নিত করতে সহযোগিতা করবেন। কারণ, আমার পাশে কেউ পিঠ বাঁচাতে, আবার কেউ পেট বাঁচাতে আসবে। আপনারা যদি বলেন, এই মানুষটি সাধারণ মানুষের ওপর কখনো জুলুম করেছে বা অত্যাচার করেছে, সে যে-ই হোক তাকে আমার পাশে রাখব না। কোনো ধরনের সন্ত্রাসী, কোনো ধরনের অত্যাচারী আমার পাশে জায়গা পাবে না।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাহাদ উদ্দিন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেওয়াজ শরীফ ওয়াজেদ, আনিস মাহমুদ সাকিব, ইসমাইল হোসেন, আব্দুর রব নাসিম, তাহমিদ তাজওয়ার হোসাইন, তাওফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফ, আন্দোলনের হাতিয়া প্রতিনিধি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসূফ রেজা, ঢাকা জজকোর্টের আইনজীবী মতিউর রহমান প্রমুখ।
বক্তারা আধুনিক হাতিয়া বিনির্মাণে শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতির বদলসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা হান্নানের কাছে তুলে ধরেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে