Ajker Patrika

বিএনপি ভোট বর্জন করেছে আর জনগণ তাদের বর্জন করেছে: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৬: ১৮
বিএনপি ভোট বর্জন করেছে আর জনগণ তাদের বর্জন করেছে: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজ ভোটকেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে, মানুষ ভোটের পক্ষে আছে। বিএনপি ভোট বর্জন করেছে, আজ জনগণ তাদের বর্জন করেছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

কাদের আরও বলেন, বিএনপি আন্দোলনে পরাজিত হয়েছে। সারা বাংলাদেশে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষের উপস্থিতি প্রমাণ করছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রচণ্ড শীত উপেক্ষা করেও বিপুলসংখ্যক ভোটার উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিচ্ছেন। তা দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকেরাও দেখতে পাচ্ছেন। গণতন্ত্রের প্রাণ ও সৌন্দর্য হচ্ছে নির্বাচন। এত দিন সবাই শুনেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক, ফ্রি-ফেয়ার হবে না। এখন সবাই দেখতে পাচ্ছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এবং প্রচণ্ড শীত উপেক্ষা করে নির্বাচনে ভোট দিতে এসেছেন। এটাই নির্বাচনের সার্থকতা, গণতন্ত্রের সৌন্দর্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত