কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে দক্ষিণ আফ্রিকাপ্রবাসী সাইফুল ইসলামের (৩৮) বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় একই ঘটনায় পৃথক দুটি অভিযোগ দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার ও চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে এই অভিযোগগুলো করেন।
অভিযুক্ত সাইফুল ইসলাম একসময় চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কদমতলা এলাকার দুবাইওয়ালা রফিকের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফর নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ৭টা চুক্তি হয় তাতে আমার দেশের কল্যাণে একটাও আসবে না। এমনি কি তারা চুক্তির বিষয়েও ঢাক-ঢোল পিটিয়ে কিছু বলে নাই। শুধুমাত্র স্বামীর গুণগান ছাড়া স্ত্রী সাংবাদিকদেরকে আর কিছুই বলে নাই। তবে ওই চুক্তিটা না হলেও স্বামীর সংসার দীর্ঘায়িত করতে প্রচুর অনুরোধ করেছেন। এখন স্বামী চিন্তা করে দেখবেন দাম্পত্য জীবন তাদের কেমন উপভোগ্য ছিল।’
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার বলেন, ‘ফেসবুকে অবমাননাকর পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীসহ পুরো দেশকে অপমান করেছেন সাইফুল ইসলাম। তাই তাঁর বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করেছি।’
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, লেখাটি নিয়ে আলোচনা শুরু হলে বুধবার দুপুরে ফেসবুক ওয়াল থেকে লেখাটি সরিয়ে দেন সাইফুল ইসলাম।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে দক্ষিণ আফ্রিকাপ্রবাসী সাইফুল ইসলামের (৩৮) বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় একই ঘটনায় পৃথক দুটি অভিযোগ দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার ও চরহাজারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে এই অভিযোগগুলো করেন।
অভিযুক্ত সাইফুল ইসলাম একসময় চরপার্বতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কদমতলা এলাকার দুবাইওয়ালা রফিকের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফর নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ৭টা চুক্তি হয় তাতে আমার দেশের কল্যাণে একটাও আসবে না। এমনি কি তারা চুক্তির বিষয়েও ঢাক-ঢোল পিটিয়ে কিছু বলে নাই। শুধুমাত্র স্বামীর গুণগান ছাড়া স্ত্রী সাংবাদিকদেরকে আর কিছুই বলে নাই। তবে ওই চুক্তিটা না হলেও স্বামীর সংসার দীর্ঘায়িত করতে প্রচুর অনুরোধ করেছেন। এখন স্বামী চিন্তা করে দেখবেন দাম্পত্য জীবন তাদের কেমন উপভোগ্য ছিল।’
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার বলেন, ‘ফেসবুকে অবমাননাকর পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীসহ পুরো দেশকে অপমান করেছেন সাইফুল ইসলাম। তাই তাঁর বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করেছি।’
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, লেখাটি নিয়ে আলোচনা শুরু হলে বুধবার দুপুরে ফেসবুক ওয়াল থেকে লেখাটি সরিয়ে দেন সাইফুল ইসলাম।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
৩৫ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে