নীলফামারী প্রতিনিধি

বিজয় দিবসে নীলফামারীর সৈয়দপুরে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালক ও আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক আইন মেনে চলা মোটরসাইকেল চালক ও আরোহীদের ওই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ দিন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত উপস্থিত থেকে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের হাতে গোলাপ ও রজনীগন্ধ্যা ফুলের স্টিক তুলে দেন। এ সময় সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজার আলম, ট্রাফিক ইন্সপেক্টর মো. জাকির হোসেন, ট্রাফিক সার্জেন্ট আশরাফ কুরাইশী, ট্রাফিক সার্জেন্ট সাজেদুর রহমান সুজন, টিএসআই আব্দুল খালেক, এটিএসআই দেলোয়ার হোসেনসহ ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে হেলমেট পরার জন্য ফুলেল শুভেচ্ছা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন মোটরসাইকেল চালক ও আরোহীরা। মহান বিজয় দিবসে ট্রাফিক পুলিশের এমন ব্যাতিক্রমধর্মী কর্মসূচি শহরের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজার রহমান বলেন, ‘সারা দেশে গত সেপ্টেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৪০ জন মারা যান। এদের মধ্যে ১৯০ জন হেলমেটবিহীন চালক মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তাই মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহার করলে অনেকাংশে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।’
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশ প্রশাসন থেকে সবসময় সব রকম ভালো কাজে মানুষকে উৎসাহিত করে থাকি। আর তাই আজকে মহান বিজয় দিবসে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহারে আরও বেশি বেশি অনুপ্রাণিত করতে এ ধরণের কর্মসূচি নেওয়া হয়েছে।’
তবে এ কর্মসূচি চলাকালে ট্রাফিক আইন অমান্য করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সর্তক করা হয়েছে।

বিজয় দিবসে নীলফামারীর সৈয়দপুরে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালক ও আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক আইন মেনে চলা মোটরসাইকেল চালক ও আরোহীদের ওই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ দিন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত উপস্থিত থেকে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের হাতে গোলাপ ও রজনীগন্ধ্যা ফুলের স্টিক তুলে দেন। এ সময় সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজার আলম, ট্রাফিক ইন্সপেক্টর মো. জাকির হোসেন, ট্রাফিক সার্জেন্ট আশরাফ কুরাইশী, ট্রাফিক সার্জেন্ট সাজেদুর রহমান সুজন, টিএসআই আব্দুল খালেক, এটিএসআই দেলোয়ার হোসেনসহ ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে হেলমেট পরার জন্য ফুলেল শুভেচ্ছা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন মোটরসাইকেল চালক ও আরোহীরা। মহান বিজয় দিবসে ট্রাফিক পুলিশের এমন ব্যাতিক্রমধর্মী কর্মসূচি শহরের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মাহফুজার রহমান বলেন, ‘সারা দেশে গত সেপ্টেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৪০ জন মারা যান। এদের মধ্যে ১৯০ জন হেলমেটবিহীন চালক মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তাই মোটরসাইকেল চালানোর সময় ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহার করলে অনেকাংশে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।’
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুলিশ প্রশাসন থেকে সবসময় সব রকম ভালো কাজে মানুষকে উৎসাহিত করে থাকি। আর তাই আজকে মহান বিজয় দিবসে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে হেলমেট ব্যবহারে আরও বেশি বেশি অনুপ্রাণিত করতে এ ধরণের কর্মসূচি নেওয়া হয়েছে।’
তবে এ কর্মসূচি চলাকালে ট্রাফিক আইন অমান্য করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সর্তক করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে