রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুর হয়ে খুলনা-চিলাহাটি (পঞ্চগড়) রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন রূপসা ও সীমান্ত এক্সপ্রেসের পুরোনো লক্কড়-ঝক্কড় কোচগুলো পরিবর্তন করা হচ্ছে। আগামী ৫ জানুয়ারি থেকে ট্রেন দুটির রেকে (ট্রেনের সব কোচ) আধুনিক সুবিধাসম্পন্ন নতুন কোচ যুক্ত করা হবে। এ ছাড়া বাড়ানো হয়েছে কোচ ও আসনসংখ্যা।
গত সোমবার বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল এক অফিস আদেশে সই করেন। আদেশে খুলনা-চিলাহাটি রুটে প্রতিস্থাপনের মাধ্যমে রূপসা ও সীমান্ত চলাচল ও পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এই ট্রেন দুটি আগামী ৫ জানুয়ারি থেকে খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজ বুধবার বিকেলে এসব বিষয় নিশ্চিত করেন সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন।
রেলওয়ে সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের সবচেয়ে ব্যবসাসফল ও যাত্রীদের কাছে জনপ্রিয় রূপসা ও সীমান্ত এক্সপ্রেস। ট্রেন দুটির কোচগুলো ২০০৬ সালে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়। প্রথমে সেগুলো ঢাকা-রাজশাহী, ঢাকা-চিলাহাটি ও চট্টগ্রাম-ঢাকা রুটে যুক্ত করা হয়। অনুপযোগী হয়ে পড়ায় সেগুলো ২০১৭ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ রেলপথ খুলনা থেকে চিলাহাটির মধ্যে চলাচলকারী ট্রেন দুটিতে যুক্ত করা হয় ফিটনেস না থাকা এসব কোচ। জরাজীর্ণ কোচ ব্যবহার করে বর্তমানে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন দুটি।
আশানুরূপ যাত্রীসেবা না মেলায় যাত্রীরা অনেক দিন ধরে ট্রেন দুটিতে নতুন কোচ সংযোজনের দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে গত ২৬ নভেম্বর ‘ঝুঁকি নিয়ে চলছে দুই আন্তনগর ট্রেন’ শিরোনামে আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ছাড়া প্রতিবেদনটি নিয়ে সম্পাদকীয়ও করা হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে বলে জানান রেলওয়ের লোকজন।
রেলওয়ে পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ্ সুফী নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্ত ও রূপসা এক্সপ্রেসে রেক পরিবর্তন করে নতুন আধুনিক সুবিধাসম্পন্ন কোচ যুক্ত করা হচ্ছে। এতে যাত্রীদের সেবার মান বাড়বে।’
সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার ওবাইদুল ইসলাম রতন জানান, ইতিমধ্যে কোচ পরিবর্তনের প্রস্তুতি শুরু করা হয়েছে। নতুন করে আসনবিন্যাস করা হচ্ছে। সে অনুসারে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

নীলফামারীর সৈয়দপুর হয়ে খুলনা-চিলাহাটি (পঞ্চগড়) রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন রূপসা ও সীমান্ত এক্সপ্রেসের পুরোনো লক্কড়-ঝক্কড় কোচগুলো পরিবর্তন করা হচ্ছে। আগামী ৫ জানুয়ারি থেকে ট্রেন দুটির রেকে (ট্রেনের সব কোচ) আধুনিক সুবিধাসম্পন্ন নতুন কোচ যুক্ত করা হবে। এ ছাড়া বাড়ানো হয়েছে কোচ ও আসনসংখ্যা।
গত সোমবার বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল এক অফিস আদেশে সই করেন। আদেশে খুলনা-চিলাহাটি রুটে প্রতিস্থাপনের মাধ্যমে রূপসা ও সীমান্ত চলাচল ও পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এই ট্রেন দুটি আগামী ৫ জানুয়ারি থেকে খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজ বুধবার বিকেলে এসব বিষয় নিশ্চিত করেন সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন।
রেলওয়ে সূত্র জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের সবচেয়ে ব্যবসাসফল ও যাত্রীদের কাছে জনপ্রিয় রূপসা ও সীমান্ত এক্সপ্রেস। ট্রেন দুটির কোচগুলো ২০০৬ সালে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়। প্রথমে সেগুলো ঢাকা-রাজশাহী, ঢাকা-চিলাহাটি ও চট্টগ্রাম-ঢাকা রুটে যুক্ত করা হয়। অনুপযোগী হয়ে পড়ায় সেগুলো ২০১৭ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ রেলপথ খুলনা থেকে চিলাহাটির মধ্যে চলাচলকারী ট্রেন দুটিতে যুক্ত করা হয় ফিটনেস না থাকা এসব কোচ। জরাজীর্ণ কোচ ব্যবহার করে বর্তমানে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন দুটি।
আশানুরূপ যাত্রীসেবা না মেলায় যাত্রীরা অনেক দিন ধরে ট্রেন দুটিতে নতুন কোচ সংযোজনের দাবি জানিয়ে আসছিলেন। এ নিয়ে গত ২৬ নভেম্বর ‘ঝুঁকি নিয়ে চলছে দুই আন্তনগর ট্রেন’ শিরোনামে আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ছাড়া প্রতিবেদনটি নিয়ে সম্পাদকীয়ও করা হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে বলে জানান রেলওয়ের লোকজন।
রেলওয়ে পাকশী বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ্ সুফী নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্ত ও রূপসা এক্সপ্রেসে রেক পরিবর্তন করে নতুন আধুনিক সুবিধাসম্পন্ন কোচ যুক্ত করা হচ্ছে। এতে যাত্রীদের সেবার মান বাড়বে।’
সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার ওবাইদুল ইসলাম রতন জানান, ইতিমধ্যে কোচ পরিবর্তনের প্রস্তুতি শুরু করা হয়েছে। নতুন করে আসনবিন্যাস করা হচ্ছে। সে অনুসারে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে