নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় পিকআপে আগুন দেওয়ার ঘটনায় নাশকতার অভিযোগে বিএনপির ১৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত রোববার করা মামলায় জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে প্রধান আসামি করা হয়েছে।
আজ সোমবার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে গত রোববার মধ্যরাতে থানায় এ মামলা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে কেন্দুয়া উপজেলার চিরাং এলাকায় বাট্টা কাচারির সামনের সড়কে একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। তাতে পিকআপটি পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভায়।
এ ঘটনায় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিক বাদী হয়ে বিএনপির ১৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তবে পুড়ে যাওয়া পিকআপের মালিক কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের মনসুর মিয়া বলেন, ‘পিকআপ পুড়ে গেছে, তা আর ফেরত পাব না। তাই এ ঘটনায় আমি মামলা করতে চাইনি। পরে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় কতজন আসামি সেটা আমি জানি না।’
মামলার বাদী কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিক বলেন, পিকআপের মালিক মামলা করেননি। তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, ‘এসব ভুয়া ও গায়েবি মামলা। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাই আমাদের মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আন্দোলন প্রতিহত করে গায়েবি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এসব করে আন্দোলন দমানো যাবে না।’
উল্লেখ্য, চলমান হরতাল-অবরোধ শুরু হওয়ার পর তিন সপ্তাহে কেন্দুয়ায় এ নিয়ে তিনটি মামলা হয়েছে। তিন মামলায় বিএনপির ৬৬১ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।

নেত্রকোনার কেন্দুয়ায় পিকআপে আগুন দেওয়ার ঘটনায় নাশকতার অভিযোগে বিএনপির ১৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত রোববার করা মামলায় জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে প্রধান আসামি করা হয়েছে।
আজ সোমবার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে গত রোববার মধ্যরাতে থানায় এ মামলা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে কেন্দুয়া উপজেলার চিরাং এলাকায় বাট্টা কাচারির সামনের সড়কে একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। তাতে পিকআপটি পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভায়।
এ ঘটনায় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিক বাদী হয়ে বিএনপির ১৮৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
তবে পুড়ে যাওয়া পিকআপের মালিক কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের মনসুর মিয়া বলেন, ‘পিকআপ পুড়ে গেছে, তা আর ফেরত পাব না। তাই এ ঘটনায় আমি মামলা করতে চাইনি। পরে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় কতজন আসামি সেটা আমি জানি না।’
মামলার বাদী কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) তাপস বণিক বলেন, পিকআপের মালিক মামলা করেননি। তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বলেন, ‘এসব ভুয়া ও গায়েবি মামলা। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাই আমাদের মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আন্দোলন প্রতিহত করে গায়েবি মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এসব করে আন্দোলন দমানো যাবে না।’
উল্লেখ্য, চলমান হরতাল-অবরোধ শুরু হওয়ার পর তিন সপ্তাহে কেন্দুয়ায় এ নিয়ে তিনটি মামলা হয়েছে। তিন মামলায় বিএনপির ৬৬১ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে