Ajker Patrika

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুর্গাপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি
বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুর্গাপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় নেত্রকোনার দুর্গাপুরে চার ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার বেলা ১২টার দিকে দুর্গাপুর শহরের মেছুয়া বাজারে পেঁয়াজের বাজার তদারকি করে ভোক্তা অধিকার।

এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্য তালিকা সঠিক ভাবে সংরক্ষণ না করা, ও পণ্য ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের উপপরিচালক ওসমান গনী এ অভিযান পরিচালনা করেন। এ সময় দুর্গাপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর ও দুর্গাপুর থানা-পুলিশের একটি দল তাঁর সঙ্গে ছিলেন। 

জেলা ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির খবরে বাজার তদারকি শুরু করেছে ভোক্তা অধিকার। রোববার দুর্গাপুরে শহরের মেছুয়া বাজারে তদারকিকালে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির জন্য মেসার্স দুলাল চন্দ্র পালকে পাঁচ হাজার, মেসার্স মতিন্দ্র চন্দ্র পালকে পাঁচ হাজার, গোপাল পালকে দুই হাজার ও হাফিজ ভান্ডারকে চার হাজারসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাঁদের সতর্ক করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের উপপরিচালক ওসমান গনী এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা জুড়ে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত