দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি স্কুলে চালু হলো ‘সততা স্টোর’ নামে একটি দোকান। তবে এটি আর সব সাধারণ দোকানের মতো পরিচালিত হবে না। এই দোকানে থাকবে না কোনো বিক্রেতা। জিনিসপত্র নজরদারি করার মতো কোনো ব্যবস্থাও নেই। শিক্ষার্থীরা খাতা, কলম, পেনসিলসহ নিত্যপ্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কিনে ও নির্ধারিত মূল্যের টাকা রেখে দিচ্ছে পাশে রাখা একটি বাক্সে। এই দোকানে সততা ও বিশ্বাসই মূলনীতি।
উপজেলার কাকৈরগড়া উচ্চবিদ্যালয়ে চালু হয়েছে ব্যতিক্রমী দোকানটি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে আজ সোমবার (৩০ জুন) দুপুরে স্কুলে এই দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই নৈতিক শিক্ষা পেলে ভবিষ্যতের নাগরিকেরা আত্মনির্ভরশীল ও সৎ হবে। এমন উদ্যোগ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।
এ সময় আরও ছিলেন দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, কাকৈরগড়া উচ্চবিদ্যালয়ের সভাপতি হাজী মো. আকবর আলী মিয়া তালুকদার, প্রধান শিক্ষক মো. শরাফত খানসহ অনেকেই।
এমন দোকানের মাধ্যমে নিজেদের সততা প্রকাশের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। প্রয়োজন অনুযায়ী খাতা, কলম কিংবা অন্যান্য সামগ্রী নেওয়ার স্বাধীনতায় তারা আনন্দিত। তারা বলছে, এই দোকান শুধু জিনিস কেনার জায়গা নয়, এটা নিজের সৎ থাকার পরীক্ষাও।
দুদক জানায়, ‘সততা স্টোর’ কেবল একটি দোকান নয়, এটি নতুন প্রজন্মের জন্য একধরনের নৈতিক পাঠশালা, যেখানে শেখানো হয় বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ আর বিবেক জাগিয়ে রাখার শিক্ষা। উপজেলা প্রশাসন এমন উদ্যোগ আরও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি স্কুলে চালু হলো ‘সততা স্টোর’ নামে একটি দোকান। তবে এটি আর সব সাধারণ দোকানের মতো পরিচালিত হবে না। এই দোকানে থাকবে না কোনো বিক্রেতা। জিনিসপত্র নজরদারি করার মতো কোনো ব্যবস্থাও নেই। শিক্ষার্থীরা খাতা, কলম, পেনসিলসহ নিত্যপ্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কিনে ও নির্ধারিত মূল্যের টাকা রেখে দিচ্ছে পাশে রাখা একটি বাক্সে। এই দোকানে সততা ও বিশ্বাসই মূলনীতি।
উপজেলার কাকৈরগড়া উচ্চবিদ্যালয়ে চালু হয়েছে ব্যতিক্রমী দোকানটি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে আজ সোমবার (৩০ জুন) দুপুরে স্কুলে এই দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। তিনি বলেন, ছাত্রজীবন থেকেই নৈতিক শিক্ষা পেলে ভবিষ্যতের নাগরিকেরা আত্মনির্ভরশীল ও সৎ হবে। এমন উদ্যোগ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।
এ সময় আরও ছিলেন দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, কাকৈরগড়া উচ্চবিদ্যালয়ের সভাপতি হাজী মো. আকবর আলী মিয়া তালুকদার, প্রধান শিক্ষক মো. শরাফত খানসহ অনেকেই।
এমন দোকানের মাধ্যমে নিজেদের সততা প্রকাশের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। প্রয়োজন অনুযায়ী খাতা, কলম কিংবা অন্যান্য সামগ্রী নেওয়ার স্বাধীনতায় তারা আনন্দিত। তারা বলছে, এই দোকান শুধু জিনিস কেনার জায়গা নয়, এটা নিজের সৎ থাকার পরীক্ষাও।
দুদক জানায়, ‘সততা স্টোর’ কেবল একটি দোকান নয়, এটি নতুন প্রজন্মের জন্য একধরনের নৈতিক পাঠশালা, যেখানে শেখানো হয় বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ আর বিবেক জাগিয়ে রাখার শিক্ষা। উপজেলা প্রশাসন এমন উদ্যোগ আরও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩২ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১ ঘণ্টা আগে