ফরিদপুর প্রতিনিধি

মাত্র ২ বছর বয়সের ছোট্ট নুরুদ্দিনকে রেখে ১৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বাবা কামাল হোসেন। দীর্ঘ ১৫ বছর পর গতকাল মঙ্গলবার (২৪ জুন) দেশে ফিরে আসেন তিনি। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই নুরুদ্দিনের সঙ্গে দেখা হলো না বাবার। যেদিন বাবা কামাল হোসেন ফিরে এলেন, ঠিক সেদিনেই লাশ হয়ে বাড়িতে ফিরল নুরুদ্দিন হোসেন (১৭)।
গতকাল সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর এলাকায় একটি ওভারব্রিজ থেকে পড়ে মারা যায় নুরুদ্দিন। নিহত নুরুদ্দিন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা সদরের কামাল হোসেনের ছেলে। চলতি বছর মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শেষে ৪০ দিনের তাবলিগ জামাতে বেরিয়ে ভাঙ্গায় অবস্থান করছিল। ছয় দিন পরে তার বাড়িতে ফেরার কথা ছিল। তাই মঙ্গলবার বিকেলে সফরসঙ্গী বন্ধুদের সঙ্গে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর দেখতে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসাবধানতাবশত ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নুরুদ্দিনের সফরসঙ্গী বন্ধু মহাসিন শেখ বলেন, ‘নুরুদ্দিন শান্ত, মেধাবী আর ধার্মিক প্রকৃতির ছিল। পরীক্ষা শেষ করে এলোমেলো না ঘুরে তার উৎসাহেই আমরা চিল্লায় বের হই। আমরা চিল্লা শেষ করে কয়েক দিন পর সবাই যার যার বাড়ি ফিরব, সেই আনন্দেই ছিলাম। কিন্তু আনন্দ যে এমন করুণ বেদনা হয়ে উঠবে ভাবতে পারিনি।’
মহাসিন শেখ বলেন, ‘বিকেলে ঘোরাফেরা শেষে মাগরিবের আজান হলে জামাতে অংশ নিতে দ্রুত ঈদগাহ মসজিদের দিকে রওনা হই। চার বন্ধু পেছনে, নুরুদ্দিন অনেকটা সামনে ছিল। অন্ধকারে ব্রিজের ওপর থেকে অসাবধানতায় নিচে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
মহাসিন আরও বলেন, ‘১৫ বছর পর মঙ্গলবার ওর বাবা দেশে এসেছেন। ওর সঙ্গে ফোনেও কথা হয়েছে। এখন ওর বাবাকে আমরা কী বলব! কী জবাব দেব! এই বলে কান্নায় ভেঙে পড়েন।’
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, ঘুরতে গিয়ে ব্রিজ থেকে পড়ে গুরুতর আহত হয় ওই তরুণ। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মাত্র ২ বছর বয়সের ছোট্ট নুরুদ্দিনকে রেখে ১৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বাবা কামাল হোসেন। দীর্ঘ ১৫ বছর পর গতকাল মঙ্গলবার (২৪ জুন) দেশে ফিরে আসেন তিনি। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই নুরুদ্দিনের সঙ্গে দেখা হলো না বাবার। যেদিন বাবা কামাল হোসেন ফিরে এলেন, ঠিক সেদিনেই লাশ হয়ে বাড়িতে ফিরল নুরুদ্দিন হোসেন (১৭)।
গতকাল সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর এলাকায় একটি ওভারব্রিজ থেকে পড়ে মারা যায় নুরুদ্দিন। নিহত নুরুদ্দিন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা সদরের কামাল হোসেনের ছেলে। চলতি বছর মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শেষে ৪০ দিনের তাবলিগ জামাতে বেরিয়ে ভাঙ্গায় অবস্থান করছিল। ছয় দিন পরে তার বাড়িতে ফেরার কথা ছিল। তাই মঙ্গলবার বিকেলে সফরসঙ্গী বন্ধুদের সঙ্গে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর দেখতে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসাবধানতাবশত ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নুরুদ্দিনের সফরসঙ্গী বন্ধু মহাসিন শেখ বলেন, ‘নুরুদ্দিন শান্ত, মেধাবী আর ধার্মিক প্রকৃতির ছিল। পরীক্ষা শেষ করে এলোমেলো না ঘুরে তার উৎসাহেই আমরা চিল্লায় বের হই। আমরা চিল্লা শেষ করে কয়েক দিন পর সবাই যার যার বাড়ি ফিরব, সেই আনন্দেই ছিলাম। কিন্তু আনন্দ যে এমন করুণ বেদনা হয়ে উঠবে ভাবতে পারিনি।’
মহাসিন শেখ বলেন, ‘বিকেলে ঘোরাফেরা শেষে মাগরিবের আজান হলে জামাতে অংশ নিতে দ্রুত ঈদগাহ মসজিদের দিকে রওনা হই। চার বন্ধু পেছনে, নুরুদ্দিন অনেকটা সামনে ছিল। অন্ধকারে ব্রিজের ওপর থেকে অসাবধানতায় নিচে পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
মহাসিন আরও বলেন, ‘১৫ বছর পর মঙ্গলবার ওর বাবা দেশে এসেছেন। ওর সঙ্গে ফোনেও কথা হয়েছে। এখন ওর বাবাকে আমরা কী বলব! কী জবাব দেব! এই বলে কান্নায় ভেঙে পড়েন।’
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, ঘুরতে গিয়ে ব্রিজ থেকে পড়ে গুরুতর আহত হয় ওই তরুণ। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২৪ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
২ ঘণ্টা আগে