বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে এক দোকানদারকে মারধরের অভিযোগ উঠেছে। গভীর রাতে দোকান খুলতে না চাওয়ায় কিলঘুষি দিয়ে মারাত্মক আহত করা হয় দোকানদারকে। শুক্রবার দিবাগত রাতে বারহাট্টা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাচতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকানদার রিয়াজউদ্দিন (৪৫) আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ১১টার সময় দোকান বন্ধ করি। খাওয়াদাওয়া করে আমি পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে একই এলাকার বাচ্চু (৩৮), সত্তার মেম্বার (৪২) ও রুবেল (৩৫) এসে আমাকে দোকান খোলার জন্য ডাকে। তাঁরা আমার দরজায় খুব জোরে ধাক্কাধাক্কি শুরু করে। তাঁরা বলতে থাকে স্পিড (পানীয়) দেওয়ার জন্য। তখন আমি তাদের বলি যে, প্রতিদিন ডিস্টার্ব করো কেন? দোকান তো আরও আছে, তাদের কাছে যাও। তখন সত্তার মেম্বার আমাকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে। তখন আমার স্ত্রী ফেরাতে এলে তাকে চুলে ধরে ধানখেতে ফেলে দেয়।’
ভুক্তভোগীর স্ত্রী রেজিয়া আক্তার (৩১) আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সত্তার একজন মাদকসেবী। সে আমার স্বামীর দোকানে বাকি খেয়ে টাকা দেয় না। তার ওপর অনেক রাতে এসে দোকান খোলার জন্য বিরক্ত করে। গত রাতে আমার সহজ-সরল স্বামীকে ওই সত্তার মেম্বার বেধড়ক মারধর করেছে। আমি বিষয়টি দেখতে গেলে আমাকেও মারধর করে সত্তার মেম্বার। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’
বিষয়টি জানার জন্য অভিযুক্ত ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সত্তার মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি দোকানে গিয়ে দোকান খোলার জন্য ডাকলে সে বলে যে আমি মেম্বার দেখার এত সময় নাই। সেখানে ২০-২৫ জন লোক ছিল ,তাই আমি তাকে একটু সময়টা দেখিয়ে দিয়েছি।’
এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল হক বলেন, ‘বিষয়টি শুনেই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন ভুক্তভোগী পরিবারটি লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনার বারহাট্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে এক দোকানদারকে মারধরের অভিযোগ উঠেছে। গভীর রাতে দোকান খুলতে না চাওয়ায় কিলঘুষি দিয়ে মারাত্মক আহত করা হয় দোকানদারকে। শুক্রবার দিবাগত রাতে বারহাট্টা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাচতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকানদার রিয়াজউদ্দিন (৪৫) আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার দিবাগত রাত ১১টার সময় দোকান বন্ধ করি। খাওয়াদাওয়া করে আমি পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে একই এলাকার বাচ্চু (৩৮), সত্তার মেম্বার (৪২) ও রুবেল (৩৫) এসে আমাকে দোকান খোলার জন্য ডাকে। তাঁরা আমার দরজায় খুব জোরে ধাক্কাধাক্কি শুরু করে। তাঁরা বলতে থাকে স্পিড (পানীয়) দেওয়ার জন্য। তখন আমি তাদের বলি যে, প্রতিদিন ডিস্টার্ব করো কেন? দোকান তো আরও আছে, তাদের কাছে যাও। তখন সত্তার মেম্বার আমাকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে। তখন আমার স্ত্রী ফেরাতে এলে তাকে চুলে ধরে ধানখেতে ফেলে দেয়।’
ভুক্তভোগীর স্ত্রী রেজিয়া আক্তার (৩১) আজকের পত্রিকাকে বলেন, ‘ওই সত্তার একজন মাদকসেবী। সে আমার স্বামীর দোকানে বাকি খেয়ে টাকা দেয় না। তার ওপর অনেক রাতে এসে দোকান খোলার জন্য বিরক্ত করে। গত রাতে আমার সহজ-সরল স্বামীকে ওই সত্তার মেম্বার বেধড়ক মারধর করেছে। আমি বিষয়টি দেখতে গেলে আমাকেও মারধর করে সত্তার মেম্বার। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’
বিষয়টি জানার জন্য অভিযুক্ত ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সত্তার মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি দোকানে গিয়ে দোকান খোলার জন্য ডাকলে সে বলে যে আমি মেম্বার দেখার এত সময় নাই। সেখানে ২০-২৫ জন লোক ছিল ,তাই আমি তাকে একটু সময়টা দেখিয়ে দিয়েছি।’
এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল হক বলেন, ‘বিষয়টি শুনেই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন ভুক্তভোগী পরিবারটি লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে