গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে দানাদার কীটনাশক সেবন করে হজরত আলী (৬৫) নামের এক বৃদ্ধ কর্মস্থলে আত্মহত্যা করেছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লিখে ছিল, ‘সাইফুল হাজী আমাকে বাঁচতে দিলনা’।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় সাইফুল ইসলামের গদি ঘরে তিনি আত্মহত্যা করেন। আজ শনিবার মাগরিবের নামাজের পর তাঁর দাফন সম্পন্ন।
হজরত আলী উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত কলি প্রামানিকের ছেলে। তিনি উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজারের ধান-চাল ব্যবসায়ী সাইফুল ইসলাম ও তাঁর পার্টনার আসাদ আলীর ম্যানেজার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সাইফুল ইসলামের গদি ঘরে তিনি দানাদার কীটনাশক সেবন করেন। এ সময় সেখানে বমি করেন তিনি। এ অবস্থায় তাঁকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় গুরুদাসপুর থানা-পুলিশ হজরত আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠান।
ব্যবসায়ী সূত্রে জানা যায়, গত ২৯ মে ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জ এলাকা থেকে ৯ লাখ টাকার চাল কিনে বাড়ি ফেরার পথে বগুড়ার শাহজাহানপুর এলাকায় গভীর রাতে হজরত আলীকে ট্রাক ড্রাইভার ও তাঁর সহকারীরা মারধর করে ট্রাক থেকে ফেলে দেন। এ ঘটনায় শাহজাহানপুর থানাসহ বিভিন্ন জায়গায় চাল উদ্ধারের জন্য হজরত আলী তার মহাজনের সঙ্গে চেষ্টা তদবির করে চাল উদ্ধারে ব্যর্থ হন।
হজরত আলী মৃত্যুর আগে তাঁর সাবেক মহাজন আয়নাল হক তালুকদারের কাছে একটি চিরকুট লিখে রেখে যান। চিরকুটে প্রথমেই লেখা ছিল ‘বেটা সাইফুল হাজী আমাকে চোর কয়, গালাগালি করে আমাকে চর মারে। আমি তার ক্ষতি করিনি, আমাকে বাঁচতে দিলনা।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে বলেন, চাপ সইতে না পেরে হজরত আলী আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ৯ লাখ টাকার চাল হারিয়ে গেছে। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি তাঁকে বকাবকি করেছি তবে তাঁকে চোর বলি নাই।’
মৃত হজরত আলীর ছেলে রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা দানাদার কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আমার বাবার মহাজন সাইফুল ইসলামের গদি ঘরে কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন যেটি থানায় জমা দেওয়া হয়েছে। আমরা এখনো কোনো মামলা করিনি। দাফনের সম্পন্ন হয়েছে। মুরুব্বিদের সঙ্গে আলাপ করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের গুরুদাসপুরে দানাদার কীটনাশক সেবন করে হজরত আলী (৬৫) নামের এক বৃদ্ধ কর্মস্থলে আত্মহত্যা করেছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লিখে ছিল, ‘সাইফুল হাজী আমাকে বাঁচতে দিলনা’।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় সাইফুল ইসলামের গদি ঘরে তিনি আত্মহত্যা করেন। আজ শনিবার মাগরিবের নামাজের পর তাঁর দাফন সম্পন্ন।
হজরত আলী উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত কলি প্রামানিকের ছেলে। তিনি উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজারের ধান-চাল ব্যবসায়ী সাইফুল ইসলাম ও তাঁর পার্টনার আসাদ আলীর ম্যানেজার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সাইফুল ইসলামের গদি ঘরে তিনি দানাদার কীটনাশক সেবন করেন। এ সময় সেখানে বমি করেন তিনি। এ অবস্থায় তাঁকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় গুরুদাসপুর থানা-পুলিশ হজরত আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠান।
ব্যবসায়ী সূত্রে জানা যায়, গত ২৯ মে ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জ এলাকা থেকে ৯ লাখ টাকার চাল কিনে বাড়ি ফেরার পথে বগুড়ার শাহজাহানপুর এলাকায় গভীর রাতে হজরত আলীকে ট্রাক ড্রাইভার ও তাঁর সহকারীরা মারধর করে ট্রাক থেকে ফেলে দেন। এ ঘটনায় শাহজাহানপুর থানাসহ বিভিন্ন জায়গায় চাল উদ্ধারের জন্য হজরত আলী তার মহাজনের সঙ্গে চেষ্টা তদবির করে চাল উদ্ধারে ব্যর্থ হন।
হজরত আলী মৃত্যুর আগে তাঁর সাবেক মহাজন আয়নাল হক তালুকদারের কাছে একটি চিরকুট লিখে রেখে যান। চিরকুটে প্রথমেই লেখা ছিল ‘বেটা সাইফুল হাজী আমাকে চোর কয়, গালাগালি করে আমাকে চর মারে। আমি তার ক্ষতি করিনি, আমাকে বাঁচতে দিলনা।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে বলেন, চাপ সইতে না পেরে হজরত আলী আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ৯ লাখ টাকার চাল হারিয়ে গেছে। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি তাঁকে বকাবকি করেছি তবে তাঁকে চোর বলি নাই।’
মৃত হজরত আলীর ছেলে রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা দানাদার কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আমার বাবার মহাজন সাইফুল ইসলামের গদি ঘরে কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন যেটি থানায় জমা দেওয়া হয়েছে। আমরা এখনো কোনো মামলা করিনি। দাফনের সম্পন্ন হয়েছে। মুরুব্বিদের সঙ্গে আলাপ করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে