নাটোর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি আসনের ৩টিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তাঁরা হলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ (সিংড়া) আসনে জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ।
আজ রোববার রাতে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বেসরকারি এসব ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে নৌকা প্রতীকের শফিকুল ইসলাম শিমুল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ৮৫ ভোট। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সারমিনা সাত্তার ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়ান আকরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকা প্রতীকের জুনাইদ আহমেদ পলক পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট। সিংড়া উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১২৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ৮৭ হাজার ৪৩৮ ভোট। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সালমা আক্তার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
অপরদিকে, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ পেয়েছেন ৭৭ হাজার ৯৪৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শহিদুল ইসলাম বকুল পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আকতার ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাইমিনা শারমিন এ তথ্য নিশ্চিত করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি আসনের ৩টিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তাঁরা হলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ (সিংড়া) আসনে জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ।
আজ রোববার রাতে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বেসরকারি এসব ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে নৌকা প্রতীকের শফিকুল ইসলাম শিমুল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ৮৫ ভোট। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সারমিনা সাত্তার ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়ান আকরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকা প্রতীকের জুনাইদ আহমেদ পলক পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক পেয়েছেন ৪২ হাজার ৯৯৭ ভোট। সিংড়া উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১২৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ৮৭ হাজার ৪৩৮ ভোট। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সালমা আক্তার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
অপরদিকে, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদ পেয়েছেন ৭৭ হাজার ৯৪৩। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শহিদুল ইসলাম বকুল পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আকতার ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাইমিনা শারমিন এ তথ্য নিশ্চিত করেন।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৮ ঘণ্টা আগে