সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

একদিকে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সমাবেশ, অপরদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ—দুই কর্মসূচি ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ কম রয়েছে। মহাসড়কে দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করলেও আঞ্চলিক যানবাহন নেই বললেই চলে। ফলে চিকিৎসাসহ জরুরি কাজে বের হয়ে ভোগান্তিতে পড়ছে মানুষ।
আজ শুক্রবার দুপরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমনই চিত্র দেখা যায়।
এদিকে দুই দলের সমাবেশ ঘিরে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কে চলছে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি কার্যক্রম। তবে বাস চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না।
সাইফুল নামের এক যাত্রী বলেন, ‘হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে শিমরাইল মোড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস পেলাম। রাস্তা ফাঁকা থাকায় দ্রুত গন্তব্যস্থলে আসতে পেরেছি। ছুটির দিনে রাস্তা ফাঁকা থাকলেও এমন কখনো দেখিনি।’
মোস্তাক হোসেন নামের এক পরিবহনের চালক বলেন, ‘মহাসড়কের বিভিন্ন জায়গায় চেকপোস্ট থাকলেও চলাচল করতে কোনো সমস্যা হচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় সহজেই যাতায়াত করতে পারছি। আবার বাস কম থাকায় যাত্রীর চাপ কিছুটা রয়েছে।’
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, ছুটির দিন হওয়ায় আজ থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ কম রয়েছে। তবে যাঁরা জরুরি কাজে বের হয়েছেন, তাঁরা সহজেই গন্তব্যস্থলে যেতে পারছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘জনগণের সড়ক চলাচল করতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য আমরা সকাল থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। তল্লাশি শেষ করেই যানবাহনগুলো ছেড়ে দিয়েছি। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। আর যানবাহন চলাচলে আমরা কোনো বাধা সৃষ্টি করছি না।’

একদিকে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সমাবেশ, অপরদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ—দুই কর্মসূচি ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ কম রয়েছে। মহাসড়কে দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করলেও আঞ্চলিক যানবাহন নেই বললেই চলে। ফলে চিকিৎসাসহ জরুরি কাজে বের হয়ে ভোগান্তিতে পড়ছে মানুষ।
আজ শুক্রবার দুপরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমনই চিত্র দেখা যায়।
এদিকে দুই দলের সমাবেশ ঘিরে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কে চলছে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি কার্যক্রম। তবে বাস চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না।
সাইফুল নামের এক যাত্রী বলেন, ‘হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে শিমরাইল মোড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস পেলাম। রাস্তা ফাঁকা থাকায় দ্রুত গন্তব্যস্থলে আসতে পেরেছি। ছুটির দিনে রাস্তা ফাঁকা থাকলেও এমন কখনো দেখিনি।’
মোস্তাক হোসেন নামের এক পরিবহনের চালক বলেন, ‘মহাসড়কের বিভিন্ন জায়গায় চেকপোস্ট থাকলেও চলাচল করতে কোনো সমস্যা হচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় সহজেই যাতায়াত করতে পারছি। আবার বাস কম থাকায় যাত্রীর চাপ কিছুটা রয়েছে।’
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, ছুটির দিন হওয়ায় আজ থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ কম রয়েছে। তবে যাঁরা জরুরি কাজে বের হয়েছেন, তাঁরা সহজেই গন্তব্যস্থলে যেতে পারছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘জনগণের সড়ক চলাচল করতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য আমরা সকাল থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। তল্লাশি শেষ করেই যানবাহনগুলো ছেড়ে দিয়েছি। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। আর যানবাহন চলাচলে আমরা কোনো বাধা সৃষ্টি করছি না।’

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৩৯ মিনিট আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
৪১ মিনিট আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১ ঘণ্টা আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২ ঘণ্টা আগে