সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে তল্লাশিচৌকি বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে। তবে, তল্লাশি চললেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, দুটি সমাবেশকে ঘিরে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যেন কেউ না করতে পারে, সে জন্য তল্লাশিচৌকি বসানো হয়েছে। এতে মৌচাক বাসস্ট্যান্ডে মোট ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আজ ভোর ৫টা থেকেই ঢাকাগামী দূরপাল্লা ও দ্রুতগতির বিভিন্ন যানবাহন থামিয়ে সন্দেহজনক মনে হলেই তল্লাশি করা হচ্ছে। বাসে থাকা যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়িগুলোর ভেতরে ও পেছনে (ব্যাকডালা) তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের। এদিকে সমাবেশ থাকায় অন্যান্য দিনের তুলনায় আজ সড়কে পরিবহনের চাপ অনেক কম দেখা গেছে। ফলে বাসস্ট্যান্ডগুলোতে গাড়ির অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।
রাজধানীর নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশে চট্টগ্রাম রোডের শিমরাইল মোড়ে আসেন রমজান আলী। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘জরুরি কাজে নিউমার্কেট এলাকায় যাওয়া লাগবে আমার। যাতায়াতের জন্য সব সময় নীলাচল গাড়িতেই চলাচল করি। সে জন্য আজও বাসস্ট্যান্ডে এসেছি। কিন্তু এসে দেখতে দেখি নীলাচল কোম্পানির কোনো গাড়ি নেই। দীর্ঘক্ষণ ধরে অন্য বাসের জন্য অপেক্ষা করছি।’
পেশায় বেসরকারি চাকরিজীবী বিল্লাল হোসেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘টানা দুই দিন ছুটি পাওয়ায় পরিবার নিয়ে ভ্রমণে বের হয়েছি। কিন্তু সকাল থেকে তেমন যানবাহন পাচ্ছি না। অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহন অনেকটাই কম দেখা যাচ্ছে।’
চেকপোস্ট বসানোর বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘চেকপোস্ট আমাদের নিয়মিত কাজ। তবে আজ ঢাকায় দুটি দলের পাল্টাপাল্টি সমাবেশ রয়েছে। সে জন্য সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সে জন্য পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। একই সঙ্গে জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে আমরা কাজ করে যাচ্ছি।’
ঢাকাগামী যানবাহন আটকে তল্লাশি করার বিষয়ে তিনি বলেন, ‘রাজধানীর অন্যতম প্রবেশমুখী সড়ক এটি। এ সড়ক দিয়ে নিয়মিত মাদক পরিবহন হয়ে থাকে। তাই নেশাজাত দ্রব্য বা মাদক উদ্ধারের লক্ষ্যে কাউকে সন্দেহ মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।’

রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে তল্লাশিচৌকি বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে। তবে, তল্লাশি চললেও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, দুটি সমাবেশকে ঘিরে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যেন কেউ না করতে পারে, সে জন্য তল্লাশিচৌকি বসানো হয়েছে। এতে মৌচাক বাসস্ট্যান্ডে মোট ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আজ ভোর ৫টা থেকেই ঢাকাগামী দূরপাল্লা ও দ্রুতগতির বিভিন্ন যানবাহন থামিয়ে সন্দেহজনক মনে হলেই তল্লাশি করা হচ্ছে। বাসে থাকা যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়িগুলোর ভেতরে ও পেছনে (ব্যাকডালা) তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের। এদিকে সমাবেশ থাকায় অন্যান্য দিনের তুলনায় আজ সড়কে পরিবহনের চাপ অনেক কম দেখা গেছে। ফলে বাসস্ট্যান্ডগুলোতে গাড়ির অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।
রাজধানীর নিউ মার্কেটে যাওয়ার উদ্দেশে চট্টগ্রাম রোডের শিমরাইল মোড়ে আসেন রমজান আলী। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘জরুরি কাজে নিউমার্কেট এলাকায় যাওয়া লাগবে আমার। যাতায়াতের জন্য সব সময় নীলাচল গাড়িতেই চলাচল করি। সে জন্য আজও বাসস্ট্যান্ডে এসেছি। কিন্তু এসে দেখতে দেখি নীলাচল কোম্পানির কোনো গাড়ি নেই। দীর্ঘক্ষণ ধরে অন্য বাসের জন্য অপেক্ষা করছি।’
পেশায় বেসরকারি চাকরিজীবী বিল্লাল হোসেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘টানা দুই দিন ছুটি পাওয়ায় পরিবার নিয়ে ভ্রমণে বের হয়েছি। কিন্তু সকাল থেকে তেমন যানবাহন পাচ্ছি না। অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহন অনেকটাই কম দেখা যাচ্ছে।’
চেকপোস্ট বসানোর বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘চেকপোস্ট আমাদের নিয়মিত কাজ। তবে আজ ঢাকায় দুটি দলের পাল্টাপাল্টি সমাবেশ রয়েছে। সে জন্য সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সে জন্য পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। একই সঙ্গে জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে আমরা কাজ করে যাচ্ছি।’
ঢাকাগামী যানবাহন আটকে তল্লাশি করার বিষয়ে তিনি বলেন, ‘রাজধানীর অন্যতম প্রবেশমুখী সড়ক এটি। এ সড়ক দিয়ে নিয়মিত মাদক পরিবহন হয়ে থাকে। তাই নেশাজাত দ্রব্য বা মাদক উদ্ধারের লক্ষ্যে কাউকে সন্দেহ মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে