নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা গণতন্ত্র মঞ্চ ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
আজ রোববার রাত ৯ টার দিকে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা কর্মীরা।
ঘটনার বিবরণ দিয়ে তরিকুল সুজন বলেন, ‘রাত সাড়ে ৮ টার দিকে আমি রাস্তায় পরিচিত একজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলে আমি দৌড়ে একটি রেস্তোরাঁর নিচ তালায় আশ্রয় নেই। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল দুজন ব্যক্তি। তারা আমাকে দেখেই আমার হাত ধরে। এরপর বলে ‘কিরে হও** পোলা, বেশি বাইরা গেছোস? মুখ দিয়া কি কস হুঁশ থাকে না? কার নামে কি কস বুঝোস না?’ এগুলো বলেই আমাকে এলোপাতারা কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আমি দৌড়ে রেস্তোরাঁর ভেতরে গিয়ে আশ্রয় নেই।
হামলাকারীরা তখন নিচে দাঁড়িয়ে আমাকে পুনরায় মারার হুমকি দিতে থাকে এবং রেস্তোরাঁর গেটে অবস্থান নেয়। পরে আশেপাশের মানুষ এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’
কারা এই হামলাকারী এবং কেন এই হামলা চালানো হলো জানতে চাইলে বলেন, ‘আমি ঠিক জানি না কারা এই হামলাকারী। তবে এটা নিশ্চিতভাবে বলতে পারি আমার রাজনৈতিক কর্মকান্ডের কারণেই এই হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে স্থানীয় একজন এমপির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারনে এই হামলা হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু হামলাকারীদের কথায় বুঝতে পেরেছি যারা আমাদের কথায় ক্ষুব্ধ হয় কিংবা রাজনৈতিক ভাবে প্রতিপক্ষ মনে করে। তারাই এই হামলা চালিয়েছে।’
এই ঘটনায় আইনগত ব্যবস্থা নিবেন কিনা জানতে চাইলে দলটির জেলা কমিটির নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস বলেন, ‘আমরা মনে করি দেশের অগণতান্ত্রিক পরিস্থিতির উদাহরণ আজকের এই হামলা। এই শহরকে যারা সন্ত্রাস, গুম, খুনের নগর বানিয়েছে তারাই এই হামলা চালিয়েছে। আমরা এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে হামলার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর রাতেই নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতা কর্মীরা। মিছিলটি শহরের প্রেসক্লাব থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে সাধু পৌলের গীর্জার সামনে গিয়ে শেষ হয়।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি।’

নারায়ণগঞ্জ জেলা গণতন্ত্র মঞ্চ ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
আজ রোববার রাত ৯ টার দিকে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা কর্মীরা।
ঘটনার বিবরণ দিয়ে তরিকুল সুজন বলেন, ‘রাত সাড়ে ৮ টার দিকে আমি রাস্তায় পরিচিত একজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলে আমি দৌড়ে একটি রেস্তোরাঁর নিচ তালায় আশ্রয় নেই। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল দুজন ব্যক্তি। তারা আমাকে দেখেই আমার হাত ধরে। এরপর বলে ‘কিরে হও** পোলা, বেশি বাইরা গেছোস? মুখ দিয়া কি কস হুঁশ থাকে না? কার নামে কি কস বুঝোস না?’ এগুলো বলেই আমাকে এলোপাতারা কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আমি দৌড়ে রেস্তোরাঁর ভেতরে গিয়ে আশ্রয় নেই।
হামলাকারীরা তখন নিচে দাঁড়িয়ে আমাকে পুনরায় মারার হুমকি দিতে থাকে এবং রেস্তোরাঁর গেটে অবস্থান নেয়। পরে আশেপাশের মানুষ এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’
কারা এই হামলাকারী এবং কেন এই হামলা চালানো হলো জানতে চাইলে বলেন, ‘আমি ঠিক জানি না কারা এই হামলাকারী। তবে এটা নিশ্চিতভাবে বলতে পারি আমার রাজনৈতিক কর্মকান্ডের কারণেই এই হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে স্থানীয় একজন এমপির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারনে এই হামলা হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু হামলাকারীদের কথায় বুঝতে পেরেছি যারা আমাদের কথায় ক্ষুব্ধ হয় কিংবা রাজনৈতিক ভাবে প্রতিপক্ষ মনে করে। তারাই এই হামলা চালিয়েছে।’
এই ঘটনায় আইনগত ব্যবস্থা নিবেন কিনা জানতে চাইলে দলটির জেলা কমিটির নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস বলেন, ‘আমরা মনে করি দেশের অগণতান্ত্রিক পরিস্থিতির উদাহরণ আজকের এই হামলা। এই শহরকে যারা সন্ত্রাস, গুম, খুনের নগর বানিয়েছে তারাই এই হামলা চালিয়েছে। আমরা এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে হামলার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর রাতেই নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের নেতা কর্মীরা। মিছিলটি শহরের প্রেসক্লাব থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে সাধু পৌলের গীর্জার সামনে গিয়ে শেষ হয়।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি।’

পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
৫ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
২০ মিনিট আগে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
৩৭ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ডাকা সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে