নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় স্থানীয় বাজারে মাছ কেনার সময় এক নারীকে কটূক্তির জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ সংঘর্ষ হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হয়। এ সময় মুন্না হোসেন (২৬) নামের এক পুলিশ সদস্য আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া বাজারে মাছ কিনতে যান পাশের আমাদা গ্রামের আক্তার খানের মেয়ে বীথি খানম ও ছেলে নয়ন খান। এ সময় লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ঝিকড়া গ্রামের কামাল শেখের ছোট ভাই সজীব শেখ ওই নারীকে নিয়ে কটূক্তি করেন। পরে বীথি বাড়ি ফিরে তার পিতা আক্তার খাঁ ও আমাদা গ্রামের মাতব্বরদের কাছে অভিযোগ করলে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ঝিকড়া বাজারে হামলা চালায়। এ সময় ঝিকড়া গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে। ইট-পাটকেলের আঘাতে পুলিশের গাড়ির কেবিন গ্লাস ও লুকিং গ্লাস ভেঙে যায়। এ সময় পুলিশ সদস্য মুন্না হোসেন আহত হন। আহত পুলিশ সদস্য মুন্না হোসেনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুন্না হোসেন লোহাগড়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা-হামারোল গ্রামের আক্তার খানকে (৫৩) পুলিশ আটক করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

নড়াইলের লোহাগড়ায় স্থানীয় বাজারে মাছ কেনার সময় এক নারীকে কটূক্তির জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ সংঘর্ষ হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হয়। এ সময় মুন্না হোসেন (২৬) নামের এক পুলিশ সদস্য আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া বাজারে মাছ কিনতে যান পাশের আমাদা গ্রামের আক্তার খানের মেয়ে বীথি খানম ও ছেলে নয়ন খান। এ সময় লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ঝিকড়া গ্রামের কামাল শেখের ছোট ভাই সজীব শেখ ওই নারীকে নিয়ে কটূক্তি করেন। পরে বীথি বাড়ি ফিরে তার পিতা আক্তার খাঁ ও আমাদা গ্রামের মাতব্বরদের কাছে অভিযোগ করলে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ঝিকড়া বাজারে হামলা চালায়। এ সময় ঝিকড়া গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে। ইট-পাটকেলের আঘাতে পুলিশের গাড়ির কেবিন গ্লাস ও লুকিং গ্লাস ভেঙে যায়। এ সময় পুলিশ সদস্য মুন্না হোসেন আহত হন। আহত পুলিশ সদস্য মুন্না হোসেনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুন্না হোসেন লোহাগড়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা-হামারোল গ্রামের আক্তার খানকে (৫৩) পুলিশ আটক করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১৬ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে