মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় ভুট্টাখেত থেকে হাত বাঁধা অবস্থায় ইউসুফ আলী (১২) নামের এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর উপজেলার গঙ্গারামপুর গ্রামের বুড়ির বিলের একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইউসুফ আলী উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ভরট্ট কাঠের ডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে উপজেলার আন্দরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ইউসুফের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে ইউসুফকে মা তাকে মাছের তরকারি দিয়ে ভাত খেতে দেন। কিন্তু মায়ের কাছে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য জেদ ধরে সে। ছেলের আবদার পূরণ করতে তার মা শিরিনা আখতার মুরগির মাংস রান্না করতে শুরু করেন। রান্নার ওই সময় ইউসুফ বাড়ি থেকে বের হয়ে যায় এবং মাকে বলে আধা ঘণ্টা পর ফিরে এসে ভাত খাবে। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার অনেকক্ষণ পরও ছেলে ভাত খেতে বাড়ি না ফেরায় তার মা খোঁজ করতে শুরু করেন। সন্ধ্যা হয়ে গেলেও তার খোঁজ না মেলায় ইউসুফের হারিয়ে যাওয়া নিয়ে এলাকায় মাইকিংও করা হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী গঙ্গারামপুর গ্রামের বুড়ির বিলের একটি ভুট্টাখেতে স্থানীয় লোকজন ইউসুফের মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে দুপুর ১২টার দিকে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, হাত বাঁধা অবস্থায় ভুট্টাখেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার বাঁ চোখ উপড়ে ফেলা হয়েছে। গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁর মান্দায় ভুট্টাখেত থেকে হাত বাঁধা অবস্থায় ইউসুফ আলী (১২) নামের এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর উপজেলার গঙ্গারামপুর গ্রামের বুড়ির বিলের একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইউসুফ আলী উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ভরট্ট কাঠের ডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে উপজেলার আন্দরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ইউসুফের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে ইউসুফকে মা তাকে মাছের তরকারি দিয়ে ভাত খেতে দেন। কিন্তু মায়ের কাছে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য জেদ ধরে সে। ছেলের আবদার পূরণ করতে তার মা শিরিনা আখতার মুরগির মাংস রান্না করতে শুরু করেন। রান্নার ওই সময় ইউসুফ বাড়ি থেকে বের হয়ে যায় এবং মাকে বলে আধা ঘণ্টা পর ফিরে এসে ভাত খাবে। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার অনেকক্ষণ পরও ছেলে ভাত খেতে বাড়ি না ফেরায় তার মা খোঁজ করতে শুরু করেন। সন্ধ্যা হয়ে গেলেও তার খোঁজ না মেলায় ইউসুফের হারিয়ে যাওয়া নিয়ে এলাকায় মাইকিংও করা হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী গঙ্গারামপুর গ্রামের বুড়ির বিলের একটি ভুট্টাখেতে স্থানীয় লোকজন ইউসুফের মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে দুপুর ১২টার দিকে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, হাত বাঁধা অবস্থায় ভুট্টাখেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার বাঁ চোখ উপড়ে ফেলা হয়েছে। গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
২৫ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে