ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটের টিএনটি এলাকার ভাই ভাই বেডিং স্টোরের সামনে থেকে চুরি হওয়া একটি ট্রাক ঢাকার মধুমতী মডেল টাউন থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট বাকিদেরও গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। আজ রোববার দুপুরে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার দক্ষিণ চকযদু এলাকার আব্দুল খালেকের ছেলে আবু ইউসুফ (২৪) ও জয়পুরহাটের কালাই উপজেলার নানাহার গ্রামের জাহিদুল ইসলামের ছেলে তাইফুল ইসলাম (৩৫)। উদ্ধার করা ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতে হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
ওসি ইমাম জাফর বলেন, ‘শনিবার (১৯ জুলাই) ভোরে উপজেলার টিএনটি এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হলে ওই চক্রের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার (২৬ জুলাই) ভোরে ঢাকার মধুমতী মডেল টাউন থেকে চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।’
ওসি আরও বলেন, ‘এই চক্র দলবদ্ধভাবে কাজ করে। একজন চুরি করার পর হাত বদল করে অন্য একজনকে দেয়। তারা আবার কিছু দূর গিয়ে আরেকজনকে দেয়। গাড়ির নম্বরপ্লেট পরিবর্তন করে। এভাবে চুরি করা ট্রাকটি হাতবদলের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। পরে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে সেই অর্থ তাঁরা সংগ্রহ করত।’

নওগাঁর ধামইরহাটের টিএনটি এলাকার ভাই ভাই বেডিং স্টোরের সামনে থেকে চুরি হওয়া একটি ট্রাক ঢাকার মধুমতী মডেল টাউন থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট বাকিদেরও গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। আজ রোববার দুপুরে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার দক্ষিণ চকযদু এলাকার আব্দুল খালেকের ছেলে আবু ইউসুফ (২৪) ও জয়পুরহাটের কালাই উপজেলার নানাহার গ্রামের জাহিদুল ইসলামের ছেলে তাইফুল ইসলাম (৩৫)। উদ্ধার করা ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতে হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
ওসি ইমাম জাফর বলেন, ‘শনিবার (১৯ জুলাই) ভোরে উপজেলার টিএনটি এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হলে ওই চক্রের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার (২৬ জুলাই) ভোরে ঢাকার মধুমতী মডেল টাউন থেকে চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।’
ওসি আরও বলেন, ‘এই চক্র দলবদ্ধভাবে কাজ করে। একজন চুরি করার পর হাত বদল করে অন্য একজনকে দেয়। তারা আবার কিছু দূর গিয়ে আরেকজনকে দেয়। গাড়ির নম্বরপ্লেট পরিবর্তন করে। এভাবে চুরি করা ট্রাকটি হাতবদলের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। পরে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে সেই অর্থ তাঁরা সংগ্রহ করত।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে