মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় এক হোটেলশ্রমিককে অপহরণের পর হত্যা ও লাশ গুম করা হয়েছে বলে হোটেলমালিকসহ আরও দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন নিখোঁজ শ্রমিকের বাবা। পরে ওই শ্রমিককে ঢাকা থেকে জীবিত উদ্ধার করে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার ওই যুবকের জবানবন্দি রেকর্ডের জন্য নওগাঁ আদালতে নেওয়া হয়। এর আগে গতকাল ঢাকার দারুস সালাম থানা এলাকার নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই যুবকের নাম কাওসার আলী (১৮)। উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি বানিসর (কালিতলা) বাজারে সোহাগ বাবুর হোটেলে শ্রমিকের কাজ করতেন।
থানা-পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সোহাগ বাবুর হোটেল থেকে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যান কাওসার আলী। ঘটনায় হোটেলমালিক সোহাগ বাবুর বিরুদ্ধে কাওসারকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগ তুলে গত ২৯ মার্চ নওগাঁ আদালতে মামলা করেন তাঁর বাবা আজিম উদ্দিন। মামলায় হোটেলের দুই কর্মচারীকেও আসামি করা হয়।
এ বিষয়ে হোটেলমালিক সোহাগ বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বানিসর বাজারে দীর্ঘদিন ধরে আমি হোটেল ব্যবসা করে আসছি। এ দোকানে কাওসার আলী বয়ের কাজ করে। গত ১ জানুয়ারি সকালে কাওসার ক্যাশবাক্সের তালা ভেঙে ৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং টাকা পরে দেবে বলে জানায়। এরপর থেকে সে নিরুদ্দেশ হয়।’
হোটেলমালিক সোহাগ বাবু আরও বলেন, ‘ঘটনার পর কাওসারের বাবা আজিম উদ্দিন আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকার করায় ছেলে কাওসারকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেন।’
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ডভুক্ত করে তদন্তভার দেওয়া হয় এসআই সুব্রত কুমারকে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভুক্তভোগী কাওসারকে রাজধানীর মিরপুর এলাকার একটি হোটেল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, ভুক্তভোগী কাওসারের জবানবন্দি রেকর্ডের জন্য আজ মঙ্গলবার নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

নওগাঁর মান্দায় এক হোটেলশ্রমিককে অপহরণের পর হত্যা ও লাশ গুম করা হয়েছে বলে হোটেলমালিকসহ আরও দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন নিখোঁজ শ্রমিকের বাবা। পরে ওই শ্রমিককে ঢাকা থেকে জীবিত উদ্ধার করে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার ওই যুবকের জবানবন্দি রেকর্ডের জন্য নওগাঁ আদালতে নেওয়া হয়। এর আগে গতকাল ঢাকার দারুস সালাম থানা এলাকার নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই যুবকের নাম কাওসার আলী (১৮)। উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি বানিসর (কালিতলা) বাজারে সোহাগ বাবুর হোটেলে শ্রমিকের কাজ করতেন।
থানা-পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সোহাগ বাবুর হোটেল থেকে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যান কাওসার আলী। ঘটনায় হোটেলমালিক সোহাগ বাবুর বিরুদ্ধে কাওসারকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগ তুলে গত ২৯ মার্চ নওগাঁ আদালতে মামলা করেন তাঁর বাবা আজিম উদ্দিন। মামলায় হোটেলের দুই কর্মচারীকেও আসামি করা হয়।
এ বিষয়ে হোটেলমালিক সোহাগ বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বানিসর বাজারে দীর্ঘদিন ধরে আমি হোটেল ব্যবসা করে আসছি। এ দোকানে কাওসার আলী বয়ের কাজ করে। গত ১ জানুয়ারি সকালে কাওসার ক্যাশবাক্সের তালা ভেঙে ৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং টাকা পরে দেবে বলে জানায়। এরপর থেকে সে নিরুদ্দেশ হয়।’
হোটেলমালিক সোহাগ বাবু আরও বলেন, ‘ঘটনার পর কাওসারের বাবা আজিম উদ্দিন আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবি করা টাকা দিতে অস্বীকার করায় ছেলে কাওসারকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেন।’
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ডভুক্ত করে তদন্তভার দেওয়া হয় এসআই সুব্রত কুমারকে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভুক্তভোগী কাওসারকে রাজধানীর মিরপুর এলাকার একটি হোটেল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, ভুক্তভোগী কাওসারের জবানবন্দি রেকর্ডের জন্য আজ মঙ্গলবার নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৯ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে