নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত ভোরে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) শীতল মাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪ /১-এসের কাছ দিয়ে বিএসএফ বাংলাদেশের ভেতরে ওই ১৬ জন ব্যক্তিকে ঠেলে দেয়। খবর পেয়ে বিজিবির টহল দল সীমান্তসংলগ্ন ঘুরকী গ্রামের পাকা রাস্তার ধারে একটি চায়ের দোকানের পাশে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—নাটোরের মো. মোতালেব শেখ (৪৫), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মজনু বিশ্বাস (৪৮), মো. নয়ন খাঁ (২৫), মো. মুকুল শেখ (২৫), মো. মৃধুল শেখ (২০), মো. সামির (১১), মোছা. বিনা খাতুন (২৯), মোছা. মিম (৮), মোছা. মরিয়ম খাতুন (১০), মোছা. রোজিনা খাতুন (১৮), মোছা. মিরা খাতুন (৮ মাস), মোছা. এলিনা খাতুন (২৮), মোছা. জান্নাতুল সরকার (১০), মোছা. জোছনা বেগম (৫০) এবং পাবনার মো. মিরাজ শেখ (১৮)। তাঁদের মধ্যে নারী, শিশু ও এক শিশুকন্যাও রয়েছে।
বিজিবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েক বছর আগে তাঁরা রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। স্থানীয় চেয়ারম্যান ও স্বজনদের উপস্থিতিতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন যাচাই করে তাঁদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে বিজিবি আটক ব্যক্তিদের পত্নীতলা থানায় হস্তান্তর করে।
বিজিবি জানিয়েছে, পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার পরপরই মোবাইল ফোনে বিএসএফ কমান্ড্যান্টকে বিষয়টি অবহিত করে তীব্র প্রতিবাদ জানান। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ পারাপার এবং চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ১৬ জনকে আনা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা সম্পন্ন করে পরবর্তী ধাপে তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের আটক করে থানায় হস্তান্তর করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত ভোরে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) শীতল মাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪ /১-এসের কাছ দিয়ে বিএসএফ বাংলাদেশের ভেতরে ওই ১৬ জন ব্যক্তিকে ঠেলে দেয়। খবর পেয়ে বিজিবির টহল দল সীমান্তসংলগ্ন ঘুরকী গ্রামের পাকা রাস্তার ধারে একটি চায়ের দোকানের পাশে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—নাটোরের মো. মোতালেব শেখ (৪৫), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মজনু বিশ্বাস (৪৮), মো. নয়ন খাঁ (২৫), মো. মুকুল শেখ (২৫), মো. মৃধুল শেখ (২০), মো. সামির (১১), মোছা. বিনা খাতুন (২৯), মোছা. মিম (৮), মোছা. মরিয়ম খাতুন (১০), মোছা. রোজিনা খাতুন (১৮), মোছা. মিরা খাতুন (৮ মাস), মোছা. এলিনা খাতুন (২৮), মোছা. জান্নাতুল সরকার (১০), মোছা. জোছনা বেগম (৫০) এবং পাবনার মো. মিরাজ শেখ (১৮)। তাঁদের মধ্যে নারী, শিশু ও এক শিশুকন্যাও রয়েছে।
বিজিবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েক বছর আগে তাঁরা রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। স্থানীয় চেয়ারম্যান ও স্বজনদের উপস্থিতিতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন যাচাই করে তাঁদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে বিজিবি আটক ব্যক্তিদের পত্নীতলা থানায় হস্তান্তর করে।
বিজিবি জানিয়েছে, পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার পরপরই মোবাইল ফোনে বিএসএফ কমান্ড্যান্টকে বিষয়টি অবহিত করে তীব্র প্রতিবাদ জানান। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ পারাপার এবং চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিজিবির পক্ষ থেকে আটক ১৬ জনকে আনা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা সম্পন্ন করে পরবর্তী ধাপে তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

নাটোর সদরের বড়ভিটা ভেদরার বিলসংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে এক নারীর (২১) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নারীর পরিচয় জানা যায়নি। নিহত নারীর শরীরে আঘাতের চিহ্নসহ গলায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৮ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ।
১ ঘণ্টা আগে