ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে বাবা–ছেলে। আজ সোমবার ফল প্রকাশের পর দেখা যায় সাবেক ইউপি সদস্য এখলাছ উদ্দিন পেয়েছেন জিপিএ ৫ ও তাঁর ছেলে পেয়েছে জিপিএ ৪.৮৬। তারা দুজনই কারিগরী শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এখলাস উদ্দিন নয়ন (৪৫) উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে এবং ছেলে রাকিবুল হাসান রায়হান গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এ বিষয়ে এখলাস উদ্দিন নয়ন বলেন, ‘১৯৯৬ সালে আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। সেবার অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারিনি। ছেলে–মেয়েরা লেখাপড়া করছে। আমার স্ত্রীও এসএসসি পাস। তাই আমি লেখাপড়া করার সিদ্ধান্ত নেই। এ বছর এসএসসি পাস করেছি। এই বছরই কলেজে ভর্তি হব।’
বাবার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে ছেলে রাকিবুল হাসান রায়হান। সে বলছে, ‘লেখাপড়ার কোনো বয়স নাই। বাবার সঙ্গে এসএসসি পাস করে আমি গর্ব বোধ করছি। আপনারা দোয়া করবেন আমি যেন একজন প্রকৌশলী হতে পারি।’
এ বিষয়ে মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, ‘নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। সে এই বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করায় আমরা গর্বিত।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, ‘এ ধরনের উদাহরণ সমাজের জন্য খুবই ইতিবাচক। তাঁর এই সফলতা নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করবে। আমরা তাঁর সাফল্যকে অভিনন্দন জানাই।’

ময়মনসিংহের গৌরীপুরে মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে বাবা–ছেলে। আজ সোমবার ফল প্রকাশের পর দেখা যায় সাবেক ইউপি সদস্য এখলাছ উদ্দিন পেয়েছেন জিপিএ ৫ ও তাঁর ছেলে পেয়েছে জিপিএ ৪.৮৬। তারা দুজনই কারিগরী শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
এখলাস উদ্দিন নয়ন (৪৫) উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে এবং ছেলে রাকিবুল হাসান রায়হান গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এ বিষয়ে এখলাস উদ্দিন নয়ন বলেন, ‘১৯৯৬ সালে আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। সেবার অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারিনি। ছেলে–মেয়েরা লেখাপড়া করছে। আমার স্ত্রীও এসএসসি পাস। তাই আমি লেখাপড়া করার সিদ্ধান্ত নেই। এ বছর এসএসসি পাস করেছি। এই বছরই কলেজে ভর্তি হব।’
বাবার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে ছেলে রাকিবুল হাসান রায়হান। সে বলছে, ‘লেখাপড়ার কোনো বয়স নাই। বাবার সঙ্গে এসএসসি পাস করে আমি গর্ব বোধ করছি। আপনারা দোয়া করবেন আমি যেন একজন প্রকৌশলী হতে পারি।’
এ বিষয়ে মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, ‘নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। সে এই বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করায় আমরা গর্বিত।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, ‘এ ধরনের উদাহরণ সমাজের জন্য খুবই ইতিবাচক। তাঁর এই সফলতা নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করবে। আমরা তাঁর সাফল্যকে অভিনন্দন জানাই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১১ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩১ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৬ মিনিট আগে