দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে হঠাৎ করেই কাঁচা মরিচ আর পেঁয়াজের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষদের তা কিনতে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তাঁরা।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচাবাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৩০-৩৫ টাকায় আর কাঁচা মরিচ বিক্রি হতো ৫০-৬০ টাকায়। আর খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৪০-৪২, কাঁচা মরিচ বিক্রি হতো ৭০-৮০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজের দাম বেড়ে উপজেলার বিভিন্ন খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা দরে আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছে অঞ্চলের ক্রেতারা।
এ বিষয়ে উপজেলার পৌর শহরের আকন্দপাড়া এলাকার বাসিন্দা ক্রেতা কাজী শফিকুল ইসলাম বলেন, `হঠাৎ করে পেঁয়াজ ও মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় তা কিনতে হিমশিম খাচ্ছি। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাচ্ছি।'
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মো. সবদুল হক বলেন, সীমিত পেনশনের টাকায় এমনিতেই টেনেটুনে সংসার চলে। এরই মধ্যে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেলে অসহায় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। মরিচ-পেঁয়াজের মূল্য বৃদ্ধির পর থেকে তা আর কিনছেন না। এ ব্যাপারে প্রশাসনের বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের খুচরা বিক্রেতা মিজান বলেন, `আড়তদারদের কাছ থেকে কয়েক দিন আগে পেঁয়াজ-মরিচ যে দামে কিনেছি, এখন তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে তো বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।'
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের পাইকারি বিক্রেতা ফারুক ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেন বলেন, `পাবনার পাইকারি হাট থেকে মরিচ-পেঁয়াজ কিনে এনে দেওয়ানগঞ্জ বাজারে পাইকারি বিক্রি করি। পাবনার পাইকারি মোকামে আগের চেয়ে বেশি দামে মরিচ-পেঁয়াজ কিনতে হচ্ছে বিধায় এখানে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।'
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুন মুন জাহান লিজা আজকের পত্রিকাকে বলেন, `মরিচ-পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করছি। শিগগিরই বাজার মনিটরিং করা হবে। বাজার মনিটরিং করতে এরই মধ্যে উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।'

জামালপুরের দেওয়ানগঞ্জে হঠাৎ করেই কাঁচা মরিচ আর পেঁয়াজের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষদের তা কিনতে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তাঁরা।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচাবাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৩০-৩৫ টাকায় আর কাঁচা মরিচ বিক্রি হতো ৫০-৬০ টাকায়। আর খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৪০-৪২, কাঁচা মরিচ বিক্রি হতো ৭০-৮০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজের দাম বেড়ে উপজেলার বিভিন্ন খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা দরে আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছে অঞ্চলের ক্রেতারা।
এ বিষয়ে উপজেলার পৌর শহরের আকন্দপাড়া এলাকার বাসিন্দা ক্রেতা কাজী শফিকুল ইসলাম বলেন, `হঠাৎ করে পেঁয়াজ ও মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় তা কিনতে হিমশিম খাচ্ছি। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাচ্ছি।'
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মো. সবদুল হক বলেন, সীমিত পেনশনের টাকায় এমনিতেই টেনেটুনে সংসার চলে। এরই মধ্যে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেলে অসহায় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। মরিচ-পেঁয়াজের মূল্য বৃদ্ধির পর থেকে তা আর কিনছেন না। এ ব্যাপারে প্রশাসনের বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের খুচরা বিক্রেতা মিজান বলেন, `আড়তদারদের কাছ থেকে কয়েক দিন আগে পেঁয়াজ-মরিচ যে দামে কিনেছি, এখন তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে তো বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।'
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের পাইকারি বিক্রেতা ফারুক ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেন বলেন, `পাবনার পাইকারি হাট থেকে মরিচ-পেঁয়াজ কিনে এনে দেওয়ানগঞ্জ বাজারে পাইকারি বিক্রি করি। পাবনার পাইকারি মোকামে আগের চেয়ে বেশি দামে মরিচ-পেঁয়াজ কিনতে হচ্ছে বিধায় এখানে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।'
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুন মুন জাহান লিজা আজকের পত্রিকাকে বলেন, `মরিচ-পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করছি। শিগগিরই বাজার মনিটরিং করা হবে। বাজার মনিটরিং করতে এরই মধ্যে উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।'

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে