
জামালপুরের দেওয়ানগঞ্জে হঠাৎ করেই কাঁচা মরিচ আর পেঁয়াজের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষদের তা কিনতে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তাঁরা।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচাবাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৩০-৩৫ টাকায় আর কাঁচা মরিচ বিক্রি হতো ৫০-৬০ টাকায়। আর খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৪০-৪২, কাঁচা মরিচ বিক্রি হতো ৭০-৮০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজের দাম বেড়ে উপজেলার বিভিন্ন খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা দরে আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছে অঞ্চলের ক্রেতারা।
এ বিষয়ে উপজেলার পৌর শহরের আকন্দপাড়া এলাকার বাসিন্দা ক্রেতা কাজী শফিকুল ইসলাম বলেন, `হঠাৎ করে পেঁয়াজ ও মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় তা কিনতে হিমশিম খাচ্ছি। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাচ্ছি।'
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মো. সবদুল হক বলেন, সীমিত পেনশনের টাকায় এমনিতেই টেনেটুনে সংসার চলে। এরই মধ্যে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেলে অসহায় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। মরিচ-পেঁয়াজের মূল্য বৃদ্ধির পর থেকে তা আর কিনছেন না। এ ব্যাপারে প্রশাসনের বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের খুচরা বিক্রেতা মিজান বলেন, `আড়তদারদের কাছ থেকে কয়েক দিন আগে পেঁয়াজ-মরিচ যে দামে কিনেছি, এখন তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে তো বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।'
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের পাইকারি বিক্রেতা ফারুক ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেন বলেন, `পাবনার পাইকারি হাট থেকে মরিচ-পেঁয়াজ কিনে এনে দেওয়ানগঞ্জ বাজারে পাইকারি বিক্রি করি। পাবনার পাইকারি মোকামে আগের চেয়ে বেশি দামে মরিচ-পেঁয়াজ কিনতে হচ্ছে বিধায় এখানে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।'
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুন মুন জাহান লিজা আজকের পত্রিকাকে বলেন, `মরিচ-পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করছি। শিগগিরই বাজার মনিটরিং করা হবে। বাজার মনিটরিং করতে এরই মধ্যে উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।'

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে