ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তকাজে অসহযোগিতার অভিযোগে জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাজেদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে জামালপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জামালপুর পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামানের কার্যালয় থেকে জারি করা এক পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে। তবে পরিপত্রে ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। মুহাম্মদ মাজেদুর রহমান ২০২১ সালের ১১ এপ্রিল ইসলামপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন।
পরিপত্রে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে ইসলামপুর থানার ওসি মুহাম্মাদ মাজেদুর রহমানকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো। এ ছাড়া একই সঙ্গে ইসলামপুর থানার ওসি (তদন্ত) মো. আনছার উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওসির দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ইসলামপুর থানা-পুলিশের একাধিক সদস্য জানান, গতকাল বুধবার সকালে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের এসপি (অপারেশন) খোন্দকার নজমুল হাসান পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগ তদন্তে ইসলামপুর থানায় আসেন। তিনি দুপুর ১২টা পর্যন্ত থানায় অবস্থান করেন। এরই মধ্যে ওসি মুহাম্মদ মাজেদুর রহমানের বিরুদ্ধে তদন্তকাজে অসহযোগিতার অভিযোগে তুলে তিনি বিভিন্ন জায়গায় ফোন করেন। খোন্দকার নজমুল হাসান ইসলামপুর থানা ছাড়ার কিছুক্ষণ পরই ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ থানায় পৌঁছায়।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের এসপি (অপারেশন) খোন্দকার নজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ইসলামপুর থানায় গিয়েছিলাম একটি ইনকোয়ারি করতে। ওসিকে পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়টি আমার ইনকোয়ারির সঙ্গে সম্পৃক্ত নয়।’
ওসির অতিরিক্ত দায়িত্বে থাকা ইসলামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনছার উদ্দিন বলেন, ‘ওসি স্যার আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমি ওসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছি।’
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগকে আবারও সরকারে দেখতে চেয়ে মাইকে ঘোষণা দেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। এ নিয়ে ২৩ আগস্ট গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর ২৫ আগস্ট তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। নবাগত এসপি মো. কামরুজ্জামান জামালপুরে যোগদানের এক মাসের মধ্যে দুজন ওসিকে বিতর্কিত কাজের দায়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো।

ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তকাজে অসহযোগিতার অভিযোগে জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাজেদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে জামালপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জামালপুর পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামানের কার্যালয় থেকে জারি করা এক পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে। তবে পরিপত্রে ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। মুহাম্মদ মাজেদুর রহমান ২০২১ সালের ১১ এপ্রিল ইসলামপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন।
পরিপত্রে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে ইসলামপুর থানার ওসি মুহাম্মাদ মাজেদুর রহমানকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো। এ ছাড়া একই সঙ্গে ইসলামপুর থানার ওসি (তদন্ত) মো. আনছার উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওসির দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ইসলামপুর থানা-পুলিশের একাধিক সদস্য জানান, গতকাল বুধবার সকালে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের এসপি (অপারেশন) খোন্দকার নজমুল হাসান পুলিশের বিরুদ্ধে একটি অভিযোগ তদন্তে ইসলামপুর থানায় আসেন। তিনি দুপুর ১২টা পর্যন্ত থানায় অবস্থান করেন। এরই মধ্যে ওসি মুহাম্মদ মাজেদুর রহমানের বিরুদ্ধে তদন্তকাজে অসহযোগিতার অভিযোগে তুলে তিনি বিভিন্ন জায়গায় ফোন করেন। খোন্দকার নজমুল হাসান ইসলামপুর থানা ছাড়ার কিছুক্ষণ পরই ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ থানায় পৌঁছায়।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের এসপি (অপারেশন) খোন্দকার নজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ইসলামপুর থানায় গিয়েছিলাম একটি ইনকোয়ারি করতে। ওসিকে পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়টি আমার ইনকোয়ারির সঙ্গে সম্পৃক্ত নয়।’
ওসির অতিরিক্ত দায়িত্বে থাকা ইসলামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনছার উদ্দিন বলেন, ‘ওসি স্যার আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমি ওসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছি।’
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগকে আবারও সরকারে দেখতে চেয়ে মাইকে ঘোষণা দেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। এ নিয়ে ২৩ আগস্ট গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর ২৫ আগস্ট তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। নবাগত এসপি মো. কামরুজ্জামান জামালপুরে যোগদানের এক মাসের মধ্যে দুজন ওসিকে বিতর্কিত কাজের দায়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে