গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় রেলের ১৫টি লেভেল ক্রসিংয়ের ১১টিই অরক্ষিত। কোনো কোনোটায় ব্যারিকেড থাকলেও নেই গেটম্যান। এর মধ্যে উপজেলার মইলাকান্দা গ্রামে গৌরীপুর-শ্যামগঞ্জ প্রধান সড়কের ওপর শ্যামগঞ্জ রেলক্রসিংয়ে সারাক্ষণ লেগে থাকে ভিড়। কিন্তু রেলক্রসিং অরক্ষিত থাকায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে গৌরীপুর থেকে নেত্রকোনা, জারিয়া ও দুর্গাপুরগামী শত শত যানবাহন।
জানা গেছে, গৌরীপুর জংশন হয়ে গৌরীপুর-চট্টগ্রাম, গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকা, গৌরীপুর-মোহনগঞ্জ ও গৌরীপুর-শ্যামগঞ্জ-ঝাড়িয়ার আলাদা রেলপথ রয়েছে। এদিক দিয়ে প্রতিদিন আন্তনগর বিজয় এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও দুটি কমিউটারসহ ২৪টি ট্রেন চলাচল করে।
সরেজমিনে দেখা যায়, গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কপথের ব্যস্ততম এলাকা মইলাকান্দায় রয়েছে লেভেল ক্রসিং। শ্যামগঞ্জ বাজারের পাশের এই ক্রসিংয়ে শ্যামগঞ্জ-মোহনগঞ্জ ও শ্যামগঞ্জ-ঝাড়িয়াগামী ট্রেন চলাচল করে। এই ক্রসিংয়ে সব সময় যানবাহনের ভিড় লেগে থাকে।
এ বিষয়ে অটোরিকশাচালক মজিবুর রহমান বলেন, ‘সড়কের দুপাশে রেললাইন ঘেঁষে দোকানপাট নির্মাণ করা হয়েছে। ব্যারিকেড থাকলেও গেটম্যান নেই, দূর থেকে ট্রেনও দেখা যায় না। তাই জীবনের ঝুঁকি নিয়ে রেলক্রসিং পারাপার হতে হয়।’
গৌরীপুর রেলস্টেশনের কেবিন মাস্টার আতাউল করিম কবির বলেন, গৌরীপুর থেকে চট্টগ্রামের পথে ঈশ্বরগঞ্জে ছয়টি, শ্যামগঞ্জে সাতটি ও ময়মনসিংহে দুটি লেভেল ক্রসিং রয়েছে। তার মধ্যে আটটি অনুমোদিত লেভেল ক্রসিং। বাকিগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে।
গৌরীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার অখিল চন্দ্র দাস বলেন, রেলের লেভেল ক্রসিংগুলো ট্রাফিক ও ইঞ্জিনিয়ারিং—এ দুই ভাগে বিভক্ত। সেগুলোর ১৫টির মধ্যে অনুমোদিত লেভেল ক্রসিং আটটি। এর মাঝে চারটিতে গেটম্যান রয়েছেন।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় রেলের ১৫টি লেভেল ক্রসিংয়ের ১১টিই অরক্ষিত। কোনো কোনোটায় ব্যারিকেড থাকলেও নেই গেটম্যান। এর মধ্যে উপজেলার মইলাকান্দা গ্রামে গৌরীপুর-শ্যামগঞ্জ প্রধান সড়কের ওপর শ্যামগঞ্জ রেলক্রসিংয়ে সারাক্ষণ লেগে থাকে ভিড়। কিন্তু রেলক্রসিং অরক্ষিত থাকায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে গৌরীপুর থেকে নেত্রকোনা, জারিয়া ও দুর্গাপুরগামী শত শত যানবাহন।
জানা গেছে, গৌরীপুর জংশন হয়ে গৌরীপুর-চট্টগ্রাম, গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকা, গৌরীপুর-মোহনগঞ্জ ও গৌরীপুর-শ্যামগঞ্জ-ঝাড়িয়ার আলাদা রেলপথ রয়েছে। এদিক দিয়ে প্রতিদিন আন্তনগর বিজয় এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও দুটি কমিউটারসহ ২৪টি ট্রেন চলাচল করে।
সরেজমিনে দেখা যায়, গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কপথের ব্যস্ততম এলাকা মইলাকান্দায় রয়েছে লেভেল ক্রসিং। শ্যামগঞ্জ বাজারের পাশের এই ক্রসিংয়ে শ্যামগঞ্জ-মোহনগঞ্জ ও শ্যামগঞ্জ-ঝাড়িয়াগামী ট্রেন চলাচল করে। এই ক্রসিংয়ে সব সময় যানবাহনের ভিড় লেগে থাকে।
এ বিষয়ে অটোরিকশাচালক মজিবুর রহমান বলেন, ‘সড়কের দুপাশে রেললাইন ঘেঁষে দোকানপাট নির্মাণ করা হয়েছে। ব্যারিকেড থাকলেও গেটম্যান নেই, দূর থেকে ট্রেনও দেখা যায় না। তাই জীবনের ঝুঁকি নিয়ে রেলক্রসিং পারাপার হতে হয়।’
গৌরীপুর রেলস্টেশনের কেবিন মাস্টার আতাউল করিম কবির বলেন, গৌরীপুর থেকে চট্টগ্রামের পথে ঈশ্বরগঞ্জে ছয়টি, শ্যামগঞ্জে সাতটি ও ময়মনসিংহে দুটি লেভেল ক্রসিং রয়েছে। তার মধ্যে আটটি অনুমোদিত লেভেল ক্রসিং। বাকিগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে।
গৌরীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার অখিল চন্দ্র দাস বলেন, রেলের লেভেল ক্রসিংগুলো ট্রাফিক ও ইঞ্জিনিয়ারিং—এ দুই ভাগে বিভক্ত। সেগুলোর ১৫টির মধ্যে অনুমোদিত লেভেল ক্রসিং আটটি। এর মাঝে চারটিতে গেটম্যান রয়েছেন।

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১৩ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২৪ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৬ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
৩০ মিনিট আগে