গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় রেলের ১৫টি লেভেল ক্রসিংয়ের ১১টিই অরক্ষিত। কোনো কোনোটায় ব্যারিকেড থাকলেও নেই গেটম্যান। এর মধ্যে উপজেলার মইলাকান্দা গ্রামে গৌরীপুর-শ্যামগঞ্জ প্রধান সড়কের ওপর শ্যামগঞ্জ রেলক্রসিংয়ে সারাক্ষণ লেগে থাকে ভিড়। কিন্তু রেলক্রসিং অরক্ষিত থাকায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে গৌরীপুর থেকে নেত্রকোনা, জারিয়া ও দুর্গাপুরগামী শত শত যানবাহন।
জানা গেছে, গৌরীপুর জংশন হয়ে গৌরীপুর-চট্টগ্রাম, গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকা, গৌরীপুর-মোহনগঞ্জ ও গৌরীপুর-শ্যামগঞ্জ-ঝাড়িয়ার আলাদা রেলপথ রয়েছে। এদিক দিয়ে প্রতিদিন আন্তনগর বিজয় এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও দুটি কমিউটারসহ ২৪টি ট্রেন চলাচল করে।
সরেজমিনে দেখা যায়, গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কপথের ব্যস্ততম এলাকা মইলাকান্দায় রয়েছে লেভেল ক্রসিং। শ্যামগঞ্জ বাজারের পাশের এই ক্রসিংয়ে শ্যামগঞ্জ-মোহনগঞ্জ ও শ্যামগঞ্জ-ঝাড়িয়াগামী ট্রেন চলাচল করে। এই ক্রসিংয়ে সব সময় যানবাহনের ভিড় লেগে থাকে।
এ বিষয়ে অটোরিকশাচালক মজিবুর রহমান বলেন, ‘সড়কের দুপাশে রেললাইন ঘেঁষে দোকানপাট নির্মাণ করা হয়েছে। ব্যারিকেড থাকলেও গেটম্যান নেই, দূর থেকে ট্রেনও দেখা যায় না। তাই জীবনের ঝুঁকি নিয়ে রেলক্রসিং পারাপার হতে হয়।’
গৌরীপুর রেলস্টেশনের কেবিন মাস্টার আতাউল করিম কবির বলেন, গৌরীপুর থেকে চট্টগ্রামের পথে ঈশ্বরগঞ্জে ছয়টি, শ্যামগঞ্জে সাতটি ও ময়মনসিংহে দুটি লেভেল ক্রসিং রয়েছে। তার মধ্যে আটটি অনুমোদিত লেভেল ক্রসিং। বাকিগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে।
গৌরীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার অখিল চন্দ্র দাস বলেন, রেলের লেভেল ক্রসিংগুলো ট্রাফিক ও ইঞ্জিনিয়ারিং—এ দুই ভাগে বিভক্ত। সেগুলোর ১৫টির মধ্যে অনুমোদিত লেভেল ক্রসিং আটটি। এর মাঝে চারটিতে গেটম্যান রয়েছেন।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় রেলের ১৫টি লেভেল ক্রসিংয়ের ১১টিই অরক্ষিত। কোনো কোনোটায় ব্যারিকেড থাকলেও নেই গেটম্যান। এর মধ্যে উপজেলার মইলাকান্দা গ্রামে গৌরীপুর-শ্যামগঞ্জ প্রধান সড়কের ওপর শ্যামগঞ্জ রেলক্রসিংয়ে সারাক্ষণ লেগে থাকে ভিড়। কিন্তু রেলক্রসিং অরক্ষিত থাকায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে গৌরীপুর থেকে নেত্রকোনা, জারিয়া ও দুর্গাপুরগামী শত শত যানবাহন।
জানা গেছে, গৌরীপুর জংশন হয়ে গৌরীপুর-চট্টগ্রাম, গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকা, গৌরীপুর-মোহনগঞ্জ ও গৌরীপুর-শ্যামগঞ্জ-ঝাড়িয়ার আলাদা রেলপথ রয়েছে। এদিক দিয়ে প্রতিদিন আন্তনগর বিজয় এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও দুটি কমিউটারসহ ২৪টি ট্রেন চলাচল করে।
সরেজমিনে দেখা যায়, গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কপথের ব্যস্ততম এলাকা মইলাকান্দায় রয়েছে লেভেল ক্রসিং। শ্যামগঞ্জ বাজারের পাশের এই ক্রসিংয়ে শ্যামগঞ্জ-মোহনগঞ্জ ও শ্যামগঞ্জ-ঝাড়িয়াগামী ট্রেন চলাচল করে। এই ক্রসিংয়ে সব সময় যানবাহনের ভিড় লেগে থাকে।
এ বিষয়ে অটোরিকশাচালক মজিবুর রহমান বলেন, ‘সড়কের দুপাশে রেললাইন ঘেঁষে দোকানপাট নির্মাণ করা হয়েছে। ব্যারিকেড থাকলেও গেটম্যান নেই, দূর থেকে ট্রেনও দেখা যায় না। তাই জীবনের ঝুঁকি নিয়ে রেলক্রসিং পারাপার হতে হয়।’
গৌরীপুর রেলস্টেশনের কেবিন মাস্টার আতাউল করিম কবির বলেন, গৌরীপুর থেকে চট্টগ্রামের পথে ঈশ্বরগঞ্জে ছয়টি, শ্যামগঞ্জে সাতটি ও ময়মনসিংহে দুটি লেভেল ক্রসিং রয়েছে। তার মধ্যে আটটি অনুমোদিত লেভেল ক্রসিং। বাকিগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে।
গৌরীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার অখিল চন্দ্র দাস বলেন, রেলের লেভেল ক্রসিংগুলো ট্রাফিক ও ইঞ্জিনিয়ারিং—এ দুই ভাগে বিভক্ত। সেগুলোর ১৫টির মধ্যে অনুমোদিত লেভেল ক্রসিং আটটি। এর মাঝে চারটিতে গেটম্যান রয়েছেন।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩৪ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে