শেরপুর প্রতিনিধি

দীর্ঘ সাত বছর পর শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন ২২ আগস্ট ভোট গ্রহণকে ঘিরে ব্যবসায়ী মহলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবার তিনটি গ্রুপে মোট ৩৪ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। এর মধ্যে ট্রেড গ্রুপে দুজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এ তথ্য জানান নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব জিপি। তিনি বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সাধারণ গ্রুপে ১২টি, সহযোগী গ্রুপে পাঁচটি এবং ট্রেড গ্রুপে দুটি পরিচালক পদ রয়েছে। গত ২৩ জুলাই পর্যন্ত এসব পদে মোট ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৭ জন বৈধ প্রার্থী তালিকায় থাকেন। পরে মনোনয়ন প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৪।
সাধারণ গ্রুপে ২৫ জন মনোনয়ন প্রত্যাহারের পর ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহযোগী গ্রুপে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ট্রেড গ্রুপে পাঁচজনের মধ্যে তিনজন মনোনয়ন প্রত্যাহার করায় বাকি দুজন—বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো. আরিফ হোসেন ও আব্দুল আওয়াল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মনোনয়ন চূড়ান্ত ও ব্যালট নম্বর পাওয়ার পর থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চালানো হচ্ছে ডিজিটাল প্রচার।
নির্বাচন পরিচালনা বোর্ড জানিয়েছে, ২২ আগস্ট শেরপুর আফছর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে ১ হাজার ৩৪৯ জন এবং সহযোগী গ্রুপে ৮৭৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে চেয়ারম্যান খন্দকার মাহবুবুল আলম রকীব ছাড়াও বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান ও হাজী জালমামুদ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুশফিকুজ্জামান সেলিম।

দীর্ঘ সাত বছর পর শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন ২২ আগস্ট ভোট গ্রহণকে ঘিরে ব্যবসায়ী মহলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবার তিনটি গ্রুপে মোট ৩৪ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। এর মধ্যে ট্রেড গ্রুপে দুজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এ তথ্য জানান নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব জিপি। তিনি বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সাধারণ গ্রুপে ১২টি, সহযোগী গ্রুপে পাঁচটি এবং ট্রেড গ্রুপে দুটি পরিচালক পদ রয়েছে। গত ২৩ জুলাই পর্যন্ত এসব পদে মোট ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৭ জন বৈধ প্রার্থী তালিকায় থাকেন। পরে মনোনয়ন প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৪।
সাধারণ গ্রুপে ২৫ জন মনোনয়ন প্রত্যাহারের পর ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহযোগী গ্রুপে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ট্রেড গ্রুপে পাঁচজনের মধ্যে তিনজন মনোনয়ন প্রত্যাহার করায় বাকি দুজন—বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো. আরিফ হোসেন ও আব্দুল আওয়াল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মনোনয়ন চূড়ান্ত ও ব্যালট নম্বর পাওয়ার পর থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চালানো হচ্ছে ডিজিটাল প্রচার।
নির্বাচন পরিচালনা বোর্ড জানিয়েছে, ২২ আগস্ট শেরপুর আফছর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে ১ হাজার ৩৪৯ জন এবং সহযোগী গ্রুপে ৮৭৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে চেয়ারম্যান খন্দকার মাহবুবুল আলম রকীব ছাড়াও বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান ও হাজী জালমামুদ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুশফিকুজ্জামান সেলিম।

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
১৮ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৩৪ মিনিট আগে