নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে কলেজছাত্র মো. মুরাদ হাসান ভূঁইয়া (১৮) হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি আজ শনিবার (৪ জানুয়ারি) আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ।
গ্রেপ্তার আশরাফুল আলম হামীম নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের আবুল কালামের ছেলে। নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। খুনের ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।
গত ৩১ মে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ হাসান ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় গত ১ জুন হত্যা মামলা করেন নিহত মুরাদের বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নাদিম, মো. লাবন, যুবলীগ নেতা সাজিদ হাসান নিপুণ, ছাত্রলীগ নেতা মো. মুরাদ, মো. মাজহারুল, মিজান ও মো. আমিন। এ ছাড়া মামলায় ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ছেলের হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আশরাফুল আলম হামীমের গ্রেপ্তারের খবর শুনে মুরাদ হাসান ভূঁইয়ার বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন পর হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এতে স্বস্তি পেলেও ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। আসামিরা প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও জানান তিনি। দ্রুত আসামিদের বিচারের প্রক্রিয়া শুরু করতে আদালতের দৃষ্টি কামনা করেন তিনি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ বলেন, মুরাদ হত্যা মামলার প্রধান আসামি হামীমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন জামিনে আছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত আছে।

ময়মনসিংহের নান্দাইলে কলেজছাত্র মো. মুরাদ হাসান ভূঁইয়া (১৮) হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি আজ শনিবার (৪ জানুয়ারি) আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ।
গ্রেপ্তার আশরাফুল আলম হামীম নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের আবুল কালামের ছেলে। নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। খুনের ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।
গত ৩১ মে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ হাসান ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় গত ১ জুন হত্যা মামলা করেন নিহত মুরাদের বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নাদিম, মো. লাবন, যুবলীগ নেতা সাজিদ হাসান নিপুণ, ছাত্রলীগ নেতা মো. মুরাদ, মো. মাজহারুল, মিজান ও মো. আমিন। এ ছাড়া মামলায় ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ছেলের হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আশরাফুল আলম হামীমের গ্রেপ্তারের খবর শুনে মুরাদ হাসান ভূঁইয়ার বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন পর হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এতে স্বস্তি পেলেও ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। আসামিরা প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও জানান তিনি। দ্রুত আসামিদের বিচারের প্রক্রিয়া শুরু করতে আদালতের দৃষ্টি কামনা করেন তিনি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ বলেন, মুরাদ হত্যা মামলার প্রধান আসামি হামীমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন জামিনে আছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত আছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১৪ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে