নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে কলেজছাত্র মো. মুরাদ হাসান ভূঁইয়া (১৮) হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি আজ শনিবার (৪ জানুয়ারি) আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ।
গ্রেপ্তার আশরাফুল আলম হামীম নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের আবুল কালামের ছেলে। নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। খুনের ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।
গত ৩১ মে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ হাসান ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় গত ১ জুন হত্যা মামলা করেন নিহত মুরাদের বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নাদিম, মো. লাবন, যুবলীগ নেতা সাজিদ হাসান নিপুণ, ছাত্রলীগ নেতা মো. মুরাদ, মো. মাজহারুল, মিজান ও মো. আমিন। এ ছাড়া মামলায় ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ছেলের হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আশরাফুল আলম হামীমের গ্রেপ্তারের খবর শুনে মুরাদ হাসান ভূঁইয়ার বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন পর হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এতে স্বস্তি পেলেও ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। আসামিরা প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও জানান তিনি। দ্রুত আসামিদের বিচারের প্রক্রিয়া শুরু করতে আদালতের দৃষ্টি কামনা করেন তিনি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ বলেন, মুরাদ হত্যা মামলার প্রধান আসামি হামীমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন জামিনে আছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত আছে।

ময়মনসিংহের নান্দাইলে কলেজছাত্র মো. মুরাদ হাসান ভূঁইয়া (১৮) হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি আজ শনিবার (৪ জানুয়ারি) আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ।
গ্রেপ্তার আশরাফুল আলম হামীম নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের আবুল কালামের ছেলে। নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। খুনের ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।
গত ৩১ মে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ হাসান ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় গত ১ জুন হত্যা মামলা করেন নিহত মুরাদের বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নাদিম, মো. লাবন, যুবলীগ নেতা সাজিদ হাসান নিপুণ, ছাত্রলীগ নেতা মো. মুরাদ, মো. মাজহারুল, মিজান ও মো. আমিন। এ ছাড়া মামলায় ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ছেলের হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আশরাফুল আলম হামীমের গ্রেপ্তারের খবর শুনে মুরাদ হাসান ভূঁইয়ার বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন পর হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এতে স্বস্তি পেলেও ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। আসামিরা প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও জানান তিনি। দ্রুত আসামিদের বিচারের প্রক্রিয়া শুরু করতে আদালতের দৃষ্টি কামনা করেন তিনি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ বলেন, মুরাদ হত্যা মামলার প্রধান আসামি হামীমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন জামিনে আছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত আছে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে