Ajker Patrika

শেরপুর সীমান্তে ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

শেরপুর প্রতিনিধি
শেরপুর সীমান্তে ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ
নালিতাবাড়ীতে ফ্রিজিং গাড়িভর্তি ভারতীয় গরুর মাংস জব্দ করে বিজিবি। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে ২ হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার উপজেলার সমশ্চুড়া বাজারের পূর্ব পাশে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ বিজিবি ব্যাটালিয়ানের (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল আজ ভোরের দিকে সমশ্চুড়া সীমান্তে অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ফ্রিজিং গাড়িভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে রেখে চার-পাঁচজন চোরাকারবারি পালিয়ে যায়। পরে গরুর মাংসসহ ফ্রিজিং গাড়িটি জব্দ করে হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয়।

হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জব্দ করা মাংস পরে বিধিমোতাবেক নিলাম করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত