Ajker Patrika

পুকুরে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
পুকুরে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান (১০) ও খোকা মিয়ার ছেলে সাইয়ুম হোসেন (৭) বিকেলে বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। পরে তাদের মরদেহ পানিতে ভেসে উঠে। 

শিশু মাহিন হাসান ও সাইয়ুম হোসেন সম্পর্কে চাচাতো ভাই। তাদের মৃত্যুর ঘটনায় এলাকায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ