মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু জামালপুরের মাদারগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালানোর অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষার শুরু থেকেই মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ উচ্চবিদ্যালয় ও ড্যাফোডিলে কোচিং করতে দেখা যায়।
গতকাল বিকেলে সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, শ্যামগঞ্জ উচ্চবিদ্যালয়ে কোচিং কার্যক্রম চলছে, যার পৃষ্ঠপোষকতায় রয়েছেন প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক ও কর্মচারীরা। খোঁজ নিয়ে জানা যায়, অফিস সহকারী সামউল ইসলাম ও দপ্তরি কমল দাস সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে কোচিং পরিচালনা করছেন। এ ছাড়া ডেফোডিল, জিনিয়াস, ইউনিক ও অ্যাডভান্স নামক প্রতিষ্ঠানও সরকারি নির্দেশ অমান্য করে কোচিং কার্যক্রম খোলা রেখেছে।
কোচিং বন্ধের নির্দেশনার পর কেন খোলা রাখা হয়েছে জানতে চাইলে কোনো উত্তর দেয়নি কর্তৃপক্ষ। সরকারি নির্দেশে বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রশীদ টুলু বলেন, ‘আসলে কোচিং নয়, আমরা এক্সট্রা ক্লাস করাই। এটির জন্য অনুমোদন রয়েছে। তার পরও বন্ধ করার জন্য আমি তাদের বলে দেব।’
ড্যাফোডিল কোচিং সেন্টারের পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘আসলে কোচিং চালানো আমাদের ঠিক হয়নি। এটা আমাদের ভুলই হয়েছে। আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইনুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে মাধ্যমিক বিদ্যালয় কোচিং করাচ্ছে বিষয়টি আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল বলেন, ‘বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান। ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব ধরনের কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে কোচিং কার্যক্রম চালু রাখার কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু জামালপুরের মাদারগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালানোর অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষার শুরু থেকেই মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ উচ্চবিদ্যালয় ও ড্যাফোডিলে কোচিং করতে দেখা যায়।
গতকাল বিকেলে সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, শ্যামগঞ্জ উচ্চবিদ্যালয়ে কোচিং কার্যক্রম চলছে, যার পৃষ্ঠপোষকতায় রয়েছেন প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক ও কর্মচারীরা। খোঁজ নিয়ে জানা যায়, অফিস সহকারী সামউল ইসলাম ও দপ্তরি কমল দাস সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে কোচিং পরিচালনা করছেন। এ ছাড়া ডেফোডিল, জিনিয়াস, ইউনিক ও অ্যাডভান্স নামক প্রতিষ্ঠানও সরকারি নির্দেশ অমান্য করে কোচিং কার্যক্রম খোলা রেখেছে।
কোচিং বন্ধের নির্দেশনার পর কেন খোলা রাখা হয়েছে জানতে চাইলে কোনো উত্তর দেয়নি কর্তৃপক্ষ। সরকারি নির্দেশে বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রশীদ টুলু বলেন, ‘আসলে কোচিং নয়, আমরা এক্সট্রা ক্লাস করাই। এটির জন্য অনুমোদন রয়েছে। তার পরও বন্ধ করার জন্য আমি তাদের বলে দেব।’
ড্যাফোডিল কোচিং সেন্টারের পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘আসলে কোচিং চালানো আমাদের ঠিক হয়নি। এটা আমাদের ভুলই হয়েছে। আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইনুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে মাধ্যমিক বিদ্যালয় কোচিং করাচ্ছে বিষয়টি আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল বলেন, ‘বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান। ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব ধরনের কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে কোচিং কার্যক্রম চালু রাখার কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১০ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২৭ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে