ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

কলা চুরির অভিযোগে জামালপুরের ইসলামপুরে পিচ মোড়া বেঁধে শাওন মিয়া (১৬) নামে এক কলেজছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গুরুতর আহত ওই কলেজছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি উপজেলার পলবান্ধা ইউনিয়নের উজানপাড়া এলাকার আকরাম ঢালী নেদা মিয়ার ছেলে এবং উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজে একাদশ শ্রেণির ছাত্র।
এ ঘটনায় আজ সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১০ জনের নামোল্লেখ করে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
গ্রেপ্তাররা হলেন–মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের সামিউল মিয়ার ছেলে আজিম মিয়া (২০) এবং সুরুজ্জামানের ছেলে ফজলুর রহমান (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৯টার দিকে মোশারফগঞ্জ বাজারে যায় শাওন মিয়া। সেখান থেকে তাকে মাছ ব্যবসায়ী সামিউল ইসলাম ডেকে পৌর এলাকার খালেদ মোশাররফ বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি মুরগির খামারে নিয়ে যায়। পরে সেখানে কলা চুরির অপবাদ দিয়ে জানালার গ্রিলের সঙ্গে পাসহ পিচ মোড়া দিয়ে বেঁধে শাওন মিয়াকে নির্যাতন করে সামিউলসহ তার লোকজন।
নির্যাতনের কথা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় নির্যাতনকারীরা। প্রাণের ভয়ে শাওন মিয়া কাউকে নির্যাতনের বিষয়টি বলেনি। তবে গোপনে কে বা কারা নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করে রেখেছিল। গতকাল রোববার গভীর রাতে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ইসলামপুর থানার ওসির নজরে আসে। আজ ভোরে তিনি নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের অনুসন্ধান শুরু করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাসহ পিচ মোড়া দিয়ে রশিতে বাঁধ অবস্থায় কলেজছাত্র শাওন মিয়াকে এক ব্যক্তি লাঠি দিয়ে বেদম পেটাচ্ছে। এ সময় শাওন মিয়া প্রাণে বাঁচার আকুতি করছে। পাশে কয়েকজন লোক নীরবে দাঁড়িয়ে ছিল।
হাসপাতালে চিকিৎসাধীন শাওন মিয়া বলেন, ‘ঘটনার দিন মোশাররফগঞ্জ বাজারে তারা আমাকে ফলো করছিল। আমাকে ডেকে নিয়ে কলা চুরির অপবাদ দিয়ে তারা এমন নির্যাতন করবে, সেটা আমারও জানা ছিল না। নির্যাতনের কথা কাউকে বলা হলে, তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। যার জন্য নির্যাতনের ঘটনাটি আমি কাউকে বলার সাহস করিনি।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘কলেজছাত্রকে নির্যাতনের ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনকারীদের ধরতে পুলিশ কাজ করছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মনে রাখতে হবে, কোনোক্রমে আইন নিজের হাতে তোলে নেওয়া যাবে না।’

কলা চুরির অভিযোগে জামালপুরের ইসলামপুরে পিচ মোড়া বেঁধে শাওন মিয়া (১৬) নামে এক কলেজছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গুরুতর আহত ওই কলেজছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি উপজেলার পলবান্ধা ইউনিয়নের উজানপাড়া এলাকার আকরাম ঢালী নেদা মিয়ার ছেলে এবং উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজে একাদশ শ্রেণির ছাত্র।
এ ঘটনায় আজ সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১০ জনের নামোল্লেখ করে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
গ্রেপ্তাররা হলেন–মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের সামিউল মিয়ার ছেলে আজিম মিয়া (২০) এবং সুরুজ্জামানের ছেলে ফজলুর রহমান (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৯টার দিকে মোশারফগঞ্জ বাজারে যায় শাওন মিয়া। সেখান থেকে তাকে মাছ ব্যবসায়ী সামিউল ইসলাম ডেকে পৌর এলাকার খালেদ মোশাররফ বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি মুরগির খামারে নিয়ে যায়। পরে সেখানে কলা চুরির অপবাদ দিয়ে জানালার গ্রিলের সঙ্গে পাসহ পিচ মোড়া দিয়ে বেঁধে শাওন মিয়াকে নির্যাতন করে সামিউলসহ তার লোকজন।
নির্যাতনের কথা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় নির্যাতনকারীরা। প্রাণের ভয়ে শাওন মিয়া কাউকে নির্যাতনের বিষয়টি বলেনি। তবে গোপনে কে বা কারা নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করে রেখেছিল। গতকাল রোববার গভীর রাতে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ইসলামপুর থানার ওসির নজরে আসে। আজ ভোরে তিনি নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের অনুসন্ধান শুরু করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাসহ পিচ মোড়া দিয়ে রশিতে বাঁধ অবস্থায় কলেজছাত্র শাওন মিয়াকে এক ব্যক্তি লাঠি দিয়ে বেদম পেটাচ্ছে। এ সময় শাওন মিয়া প্রাণে বাঁচার আকুতি করছে। পাশে কয়েকজন লোক নীরবে দাঁড়িয়ে ছিল।
হাসপাতালে চিকিৎসাধীন শাওন মিয়া বলেন, ‘ঘটনার দিন মোশাররফগঞ্জ বাজারে তারা আমাকে ফলো করছিল। আমাকে ডেকে নিয়ে কলা চুরির অপবাদ দিয়ে তারা এমন নির্যাতন করবে, সেটা আমারও জানা ছিল না। নির্যাতনের কথা কাউকে বলা হলে, তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। যার জন্য নির্যাতনের ঘটনাটি আমি কাউকে বলার সাহস করিনি।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘কলেজছাত্রকে নির্যাতনের ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনকারীদের ধরতে পুলিশ কাজ করছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মনে রাখতে হবে, কোনোক্রমে আইন নিজের হাতে তোলে নেওয়া যাবে না।’

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
২২ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৭ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে