Ajker Patrika

ঢাকায় বার্ন ইউনিটে যুবকের লাশ, বাড়িতে কেঁদে মরছেন মা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
ঢাকায় বার্ন ইউনিটে যুবকের লাশ, বাড়িতে কেঁদে মরছেন মা

‘তিন মাস আগে স্বামী মইরা গেছে, আইজ পুলাও মরল। আমার কলিজার টুকরারে তুমি আগুনে পুড়াইয়া মারলা আল্লাহ। অহন আমি কী লইয়া বাঁচমু! তুমি আমারেও তুইল্লা লও আল্লাহ। আমার বাপের মুখটা আর দেখবার পামু না গো!’

নারায়ণগঞ্জের একটি স্টিল মিলে গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ শ্রমিক মোজাম্মেলের (৩০) মৃত্যুর খবর পেয়ে আজ সোমবার বিকেলে এভাবেই বিলাপ করে কাঁদছিলেন মা আনোয়ারা বেগম (৬৫)। নিহত মোজাম্মেল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিশগিরীপাড়া গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।

গত শনিবার ভোরে নারায়ণগঞ্জের গোদনাইলের শারমিন স্টিল লিমিটেড নামের কারখানায় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে চারজনের বাড়িই শেরপুরের নালিতাবাড়ীতে। তাঁরা হলেন উপজেলার বরুজানী গ্রামের নূর ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৪), খাইরুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (২৭) ও বিশগিরীপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে জাকারিয়া (২২)।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় বছর আগে পার্শ্ববর্তী সোহাগপুর গ্রামে বিয়ে করেন মোজাম্মেল। তাঁর স্ত্রী নাজমুন নাহার বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। প্রায় তিন মাস আগে তাঁর বাবা নূর হোসেনের মৃত্যু হয়। জীবিকার তাগিদে ১৫ দিন আগে নারায়ণগঞ্জের একটি স্টিল কোম্পানিতে চাকরি নেন মোজাম্মেল। গত শনিবার ভোরে গ্যাস বিস্ফোরণে মোজাম্মেল দগ্ধ হন। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বেলা সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

আজ বিকেলে নিহত মোজাম্মেলের বাড়িতে গিয়ে জানা গেছে, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমুন নাহার বাবার বাড়িতে রয়েছেন। স্বামীর মৃত্যুর খবর তাঁকে জানানো হয়নি। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে বিলাপ করে কাঁদছেন তাঁর মা আনোয়ারা বেগম। পাশেই এক প্রতিবেশীকে জড়িয়ে কাঁদছেন বড় বোন জেসমিন খাতুন। তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এলাকাবাসী ও স্বজনেরা।

মোজাম্মেলের মা আনোয়ারা বেগম বিলাপ করে বলেন, ‘পুড়ার খবর পাইয়া বড় পুলা মোহসীনরে লইয়া অইদিনই ঢাকা গেছিলাম। আজ ভোরেই আমি বাড়ি ফিরা আসছি। আর বিকালেই পুলার মরার খবর পাইলাম। আমার পুলাতো নিজের সন্তানের মুখটাও দেইখা যাইতে পারল না।’

মোজাম্মেলের চাচা আব্দুল হাকিম বলেন, মোজাম্মেলের বড় ভাই মোহসীন ও তার দুলাভাই ঢাকায় আছে। আইনি প্রক্রিয়া শেষে তারা লাশ নিয়ে বাড়ি আসবে বলে জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় কাকরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিয়ামুল কাউসার আজকের পত্রিকাকে বলেন, ‘দগ্ধ পাঁচজন শ্রমিকের মধ্যে চারজনই আমার ইউনিয়নের। এর মধ্যে আজ মোজাম্মেল মারা গেল। এটি খুবই দুঃখজনক একটি ঘটনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত