ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি ভাঙচুরসহ ফার্মাসিস্টকে ছাত্রলীগ নেতার মারধর ঘটনায় কর্মবিরতি করেছে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে এ কর্মবিরতি চলে। পরে জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কাজে যোগ দেন।
কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে ফার্মেসি কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। অন্যান্য কক্ষের দরজা খোলা থাকলেও ছিল না চিকিৎসক। বন্ধ থাকে সব ধরনের সেবা কার্যক্রম। তবে হাসপাতালের জরুরি বিভাগে সীমিত আকারে চিকিৎসা চলমান ছিল। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা বিপাকে পড়েন।
গত বুধবার বেলা আড়াইটার দিকে হাসপাতালের নির্ধারিত চিকিৎসকের ওষুধ সরবরাহের রসিদ ছাড়াই ওষুধ নিতে চান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন মিয়া এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিপুল মিয়া। এ সময় ফার্মাসিস্ট এনামুল হক তাঁদের ওষুধ সরবরাহ করতে চিকিৎসকের অনুমতি রসিদ আনতে বলেন। একপর্যায়ে হাসপাতালের ফার্মেসি কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর এবং সরকারি ওষুধপত্র তছনছ করাসহ ফার্মাসিস্ট এনামুল হককে বেধড়ক মারধর করেন তাঁরা।
আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সরকারি প্রতিষ্ঠান হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা না নেওয়ায় উপজেলার চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, বিষয়টি নিয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী ফার্মাসিস্ট এনামুল হক বলেন, ‘দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতির শেষে ছাত্রলীগ নেতারা আমাকে মারধরসহ সরকারি সম্পত্তির ক্ষতি করায় চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ কেন্দ্রের ভেতরে ঢুকে ফার্মাসিস্টকে মারধরের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি ভাঙচুরসহ ফার্মাসিস্টকে ছাত্রলীগ নেতার মারধর ঘটনায় কর্মবিরতি করেছে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে এ কর্মবিরতি চলে। পরে জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কাজে যোগ দেন।
কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে ফার্মেসি কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। অন্যান্য কক্ষের দরজা খোলা থাকলেও ছিল না চিকিৎসক। বন্ধ থাকে সব ধরনের সেবা কার্যক্রম। তবে হাসপাতালের জরুরি বিভাগে সীমিত আকারে চিকিৎসা চলমান ছিল। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা বিপাকে পড়েন।
গত বুধবার বেলা আড়াইটার দিকে হাসপাতালের নির্ধারিত চিকিৎসকের ওষুধ সরবরাহের রসিদ ছাড়াই ওষুধ নিতে চান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীন মিয়া এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিপুল মিয়া। এ সময় ফার্মাসিস্ট এনামুল হক তাঁদের ওষুধ সরবরাহ করতে চিকিৎসকের অনুমতি রসিদ আনতে বলেন। একপর্যায়ে হাসপাতালের ফার্মেসি কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর এবং সরকারি ওষুধপত্র তছনছ করাসহ ফার্মাসিস্ট এনামুল হককে বেধড়ক মারধর করেন তাঁরা।
আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সরকারি প্রতিষ্ঠান হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা না নেওয়ায় উপজেলার চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, বিষয়টি নিয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী ফার্মাসিস্ট এনামুল হক বলেন, ‘দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতির শেষে ছাত্রলীগ নেতারা আমাকে মারধরসহ সরকারি সম্পত্তির ক্ষতি করায় চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ কেন্দ্রের ভেতরে ঢুকে ফার্মাসিস্টকে মারধরের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২১ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৩ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে