Ajker Patrika

অচেতন যুবককে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু, পুলিশ বলছে বিষক্রিয়া

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
অচেতন যুবককে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু, পুলিশ বলছে বিষক্রিয়া

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক থেকে অজ্ঞান অবস্থায় এক তরুণকে উদ্ধার করা হয়। পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকালে ময়মনসিংহের নান্দাইলের গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা এলাকা থেকে মো. বাবলু মিয়া (২০) নামের ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। তিনি অরণ্যপাশা গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ রোববার সকালের দিকে ওই ব্যক্তিকে কিছু পান করতে দেখেন স্থানীয়রা। পরে সড়কের পাশে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন তিনি। মৃত ভেবে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নান্দাইল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান অবস্থায় বাবলু মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পরেই বাবলু মিয়ার মৃত্যু হয়। 

গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নয়ন বলেন, ‘শুনেছি আমার বাড়ির পাশেই সড়কে অজ্ঞান হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।’ 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, খবর পেয়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ওই ব্যক্তিকে পাঠানো হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন ওই ব্যক্তির বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ