নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে পল্লী বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী পাঁচ মাসের বকেয়া বিল আদায় করতে গেলে তাঁদের দা দিয়ে দৌড়ানির অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে নান্দাইল পৌর সভার কাটলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রাহক মো. বাককেম ফকির ও তাঁর ছেলে রিগ্যান আহমেদ ফাহাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গিয়ে বিদ্যুৎ লাইন কেটে দেন।
পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার বাসিন্দা খুরশেদ আলম ফকিরের ছেলে বাককেম ফকির পল্লী বিদ্যুতের গ্রাহক। গত পাঁচ মাস যাবৎ তিনি বিল দেননি। বর্তমানে ৭ হাজার ১৯১ টাকা বকেয়া জমা। আজ সোমবার দুপুরে বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী বকেয়া বিদ্যুৎ বিল আনতে গেলে দুই কর্মচারীকে বিল দেবেন না বলে জানান তাঁরা।
পরে তারা বিদ্যুৎ লাইন কেটে দিতে চাইলে ধারালো দা দিয়ে দুই কর্মচারীকে দৌড়ানি দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাইন কেটে দেন।
নান্দাইল পল্লী বিদ্যুতের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রাহক বাককেম ফকিরের বিরুদ্ধে এর আগেও বিদ্যুতের বকেয়া বিল থাকায় মামলা হয়েছিল। দুই কর্মচারীকে বকেয়া বিলের জন্য পাঠালে সে টাকাও দিবে না, লাইনও কাটতে দিবে না বলে দা দিয়ে দৌড়ানি দিয়েছে। আমার অফিসে এসে ফাহাদ অসৌজন্যমূলক আচরণও করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহের নান্দাইলে পল্লী বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী পাঁচ মাসের বকেয়া বিল আদায় করতে গেলে তাঁদের দা দিয়ে দৌড়ানির অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে নান্দাইল পৌর সভার কাটলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রাহক মো. বাককেম ফকির ও তাঁর ছেলে রিগ্যান আহমেদ ফাহাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গিয়ে বিদ্যুৎ লাইন কেটে দেন।
পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার বাসিন্দা খুরশেদ আলম ফকিরের ছেলে বাককেম ফকির পল্লী বিদ্যুতের গ্রাহক। গত পাঁচ মাস যাবৎ তিনি বিল দেননি। বর্তমানে ৭ হাজার ১৯১ টাকা বকেয়া জমা। আজ সোমবার দুপুরে বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী বকেয়া বিদ্যুৎ বিল আনতে গেলে দুই কর্মচারীকে বিল দেবেন না বলে জানান তাঁরা।
পরে তারা বিদ্যুৎ লাইন কেটে দিতে চাইলে ধারালো দা দিয়ে দুই কর্মচারীকে দৌড়ানি দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাইন কেটে দেন।
নান্দাইল পল্লী বিদ্যুতের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রাহক বাককেম ফকিরের বিরুদ্ধে এর আগেও বিদ্যুতের বকেয়া বিল থাকায় মামলা হয়েছিল। দুই কর্মচারীকে বকেয়া বিলের জন্য পাঠালে সে টাকাও দিবে না, লাইনও কাটতে দিবে না বলে দা দিয়ে দৌড়ানি দিয়েছে। আমার অফিসে এসে ফাহাদ অসৌজন্যমূলক আচরণও করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
১০ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
২১ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে